আরও ৮ জন কালো টাকার মালিকের নামের তালিকা প্রকাশ করল কেন্দ্র

Updated By: Oct 28, 2014, 09:48 AM IST
আরও ৮ জন কালো টাকার মালিকের নামের তালিকা প্রকাশ করল কেন্দ্র

বিদেশের ব্যাঙ্কে কালো টাকা গচ্ছিত রাখা আটজনের নামের তালিকা প্রকাশ করল কেন্দ্র। তবে নেই কোনও রাজনীতিকের নাম। সরকারের দাবি, একে একে সব নামই প্রকাশ্যে আনা হবে। অর্থমন্ত্রক সূত্রে খবর, পরবর্তী তালিকায় কংগ্রেসের কয়েকজন নেতার নাম থাকতে পারে। এই প্রসঙ্গে কংগ্রেসের অভিযোগ, কালো টাকা ইস্যুকে কেন্দ্র তথা বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে।      

লোকসভা ভোটের প্রচারপর্বে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনা হবে। সেই পথে একধাপ এগোল মোদী সরকার। সামনে এল আটটি নাম। কালো টাকা মামলায় ওই আটজনের নাম সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র। এর মধ্যে আছেন, ডাবর গ্রুপের প্রাক্তন কার্যনির্বাহী অধিকর্তা প্রদীপ বর্মণ, ব্যবসায়ী পঙ্কজ চিমনলাল লোধিয়া, এবং রাধা এস টিম্বলো সহ টিম্বলো পরিবারের আরও পাঁচ সদস্য।

টিম্বলো পরিবার গোয়ায় খনি ব্যবসার সঙ্গে যুক্ত। বিদেশী ব্যাঙ্কে হিসেব বহির্ভূত টাকা রেখে, কর ফাঁকির দায়ে এদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও ডাবর গ্রুপের দাবি, এনআরআই থাকাকালীন আইনমাফিক বিদেশে অ্যাকাউন্ট খুলেছিলেন প্রদীপ বর্মন।  বিদেশের ব্যাঙ্কে কালো টাকা রাখার অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ী পঙ্কজ লোধিয়াও। প্রথম তালিকায় নেই কোনও রাজনৈতিক নাম। তবে অভিযোগ উঠেছে পরোক্ষ রাজনৈতিক যোগের। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সংস্থার অভিযোগ, গত সাত বছরে টিম্বলোর পক্ষ থেকে ন বার বিজেপির ফান্ডে এবং তিন বার কংগ্রেসের ফান্ডে টাকা দেওয়া হয়েছে। কী সত্যি, কী মিথ্যে? সরকারের দাবি, একথা জানা যাবে শীঘ্রই। প্রকাশ্যে আসবে আরও নাম।

তালিকা সামনে আসতেই শুরু হয়েছে টানাপোড়েন। আইনজীবী রাম জেঠমালানির কটাক্ষ, দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে আসা এই তালিকা আসলে পর্বতের মূষিকপ্রসব। কংগ্রেসের অভিযোগ, বাছাই করে নাম প্রকাশ্যে আনতে চাইছে বিজেপি। ফাঁসানোর চেষ্টা হচ্ছে কংগ্রেসকে। কংগ্রেস নেতাদের নাম থাকবে, এমন ইঙ্গিত আগেই দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।শোনা যাচ্ছে, আগামী তালিকায় থাকতে পারে চার কংগ্রেস নেতার নাম। ইউপিএ জমানার এক প্রাক্তন মন্ত্রীরও নাম থাকার সম্ভাবনা রয়েছে। নাম থাকতে পারে মহারাষ্ট্রের এক নামী রাজনৈতিক পরিবারের দুই সদস্যেরও।

 

.