Pension News: মূল বেতনের ৫০ শতাংশই পেনশন! কেন্দ্র-রাজ্য টানাপোড়েন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা নির্মলার

Pension News: পুরোন ও নতুন পেনশন স্কিম নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে। দেশের কয়েকটি অবিজেপি রাজ্য পুরনো পেনশন স্কিমেই পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছে। ওই স্কিমে সরকারি কর্মীরা তাদের মূল বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পান

Updated By: Mar 26, 2023, 08:27 PM IST
Pension News: মূল বেতনের ৫০ শতাংশই পেনশন! কেন্দ্র-রাজ্য টানাপোড়েন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা নির্মলার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভায় পাস হয়ে গেল ২০২৩ সালের অর্থবিল। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে কী হবে? এনিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়ে দিয়েছেন নতুন পেনশন প্রকল্প এমনভাবে তৈরি হবে যাতে তা কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষে গ্রহণযোগ্য হয়। 

আরও পড়ুন-সাংসদ পদ চলে গিয়েছে, এবার ট্যুইটারে নিজের পরিচয় বদলে ফেললেন রাহুল

অর্থমন্ত্রী জানিয়েছেন, পেনশন ইস্যু নিয়ে মতামত দেওয়ার জন্য অর্থ সচিবের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি একটি পেনশন কাঠামো তৈরি করবে। ওই পেনশন কাঠামোতে রাজ্য ও কেন্দ্র সরকারের মতামত থাকবে। দুপক্ষের মতামত নিয়েই পেনশন কাঠামো তৈরি হবে।

উল্লেখ্য, পুরোন ও নতুন পেনশন স্কিম নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে। দেশের কয়েকটি অবিজেপি রাজ্য পুরনো পেনশন স্কিমেই পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছে। ওই স্কিমে সরকারি কর্মীরা তাদের মূল বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পান। এমন প্রকল্প মেনে চলেছে রাজস্থান, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, পঞ্জাব, হিমাচল প্রদেশ। এতে চাপ বাড়ছে কেন্দ্রের উপরে।

গত মাসে কেন্দ্র সাংসদে বলে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার ভাবনাচিন্তা করছে না কেন্দ্র।  বর্তমানে কেন্দ্রের যে পেনশন স্কিম চালু রয়েছে তাতে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতনের একটি অংশ জমা রাখতে হয়। সরকারও ওই পরিমাণ টাকা পেনশন কাতে জমা রাখে। সেই টাকা অবসরের পর পেনশন হিসেবে দেওয়া হয়। এই স্কিম নিয়ে বারবার কথা উঠেছে। এবার তা নিয়েই সক্রিয় হল কেন্দ্র।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.