৮৪-র শিখ দাঙ্গায় SIT গঠন করে তদন্ত করাবে কেন্দ্র
রবিবার সকালে সুখবর পৌঁছল ৮৪-র শিখ দাঙ্গায় নিহতদের পরিবারে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে ১৯৮৪-র শিখ দাঙ্গার তদন্ত করা হবে। এর আগে এই মামলা কোর্ট চত্বর পর্যন্তও পৌঁছতে পারেনি। কোর্টের মুখ দেখার আগেই তদন্ত বন্ধ করে দেয় পুলিস।
![৮৪-র শিখ দাঙ্গায় SIT গঠন করে তদন্ত করাবে কেন্দ্র ৮৪-র শিখ দাঙ্গায় SIT গঠন করে তদন্ত করাবে কেন্দ্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/02/01/34268-shikh-riot-llkjkslks.jpg)
নয়াদিল্লি: রবিবার সকালে সুখবর পৌঁছল ৮৪-র শিখ দাঙ্গায় নিহতদের পরিবারে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে ১৯৮৪-র শিখ দাঙ্গার তদন্ত করা হবে। এর আগে এই মামলা কোর্ট চত্বর পর্যন্তও পৌঁছতে পারেনি। কোর্টের মুখ দেখার আগেই তদন্ত বন্ধ করে দেয় পুলিস।
দিল্লির বিধানসভা নির্বাচনের পরই SIT গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তদন্তকারী দলের তিন জন সদস্য নির্বাচনের কাজ আগে থেকেই চূড়ান্ত করে রাখতে চায় কেন্দ্র।
বিচারক জি পি মাথুর স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে, ৮৪-র দাঙ্গা সহ ২২৫ টি ঘটনার নতুন করে তদন্ত কারার প্রয়োজন । বহু ঘটনায় গুরুত্বপূর্ণ প্রমাণগুলিকেই এড়িয়ে যাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে।