মাওবাদী সমস্যা মোকাবিলায় বিশেষ বাহিনী গঠনের পথে কেন্দ্র

মাওবাদীদের সঙ্গে কোনও আলোচনাতেই যেতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Updated By: Jun 27, 2014, 04:47 PM IST

মাওবাদীদের সঙ্গে কোনও আলোচনাতেই যেতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

১০টি মাওবাদী উপদ্রুত রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপি-দের সঙ্গে আলোচনা শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান মাওবাদী সমস্যা সমাধানে সুষম পদ্ধতি অবলম্বন করবে সরকার। মাওবাদী মোকাবিলায় বিশেষ বাহিনীর জন্য তহবিলও করা হবে। গ্রে হাউন্ড-এর মত বাহিনীদের নিয়োগ করা হবে ঝাড়খন্ড, ছত্তিসগড়, বিহার ও ওড়িশাতে।

বিভিন্ন রাজ্য গুলিতে মাওবাদী বিরোধী প্রক্রিয়ার কী অবস্থা তা খতিয়ে দেখতেই আজকের বৈঠকের আয়োজন করা হয়েছিল। ছত্তিসগড়, ঝাড়খন্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করেন রাজনাথ সিং।

.