গোশালায় মৃত পশুদের বিক্রি করে আয় করতেন বিপুল টাকা, প্রবল বিপাকে বিজেপি নেতা

Updated By: Aug 26, 2017, 07:15 PM IST
গোশালায় মৃত পশুদের বিক্রি করে আয় করতেন বিপুল টাকা, প্রবল বিপাকে বিজেপি নেতা

ওয়েব ডেস্ক: তাঁর গোশালায় খাবারের অভাবে মরেছে ২০০ গরু। ছত্তিশগড়ের বিজেপি নেতা হরিশ ভার্মাকে এর জন্য জেলে ‌যেতে হয়েছে। এখন তাঁকে জেরা করে বেরিয়ে আসছে নতুন তথ্য।

পুলিশের জেরায় ভার্মা স্বীকার করেছে নিয়মিত তিনি গোশালায় মৃত গরুদের বিক্রি করে দিতেন। মৃত পশুদের চামড়া ও হাড় বিক্রি করে বিপুল টাকা আয় করতেন। এমনটাই জানিয়েছে ছত্তিশগড় পুলিশ।

গত সপ্তাহে ওই নেতাকে পুলিশ গ্রেফতার করার পর রাজ্যের ‘গো সেবা আয়োগ’ অভি়‌যোগ করে হরিশ ভার্মার গোশালায় শুধুমাত্র খাবারের অভাবেই মারায় ‌যায়নি। বরং ওই বিজেপি নেতার আরও অনেক কুকীর্তি রয়েছে। ভার্মা মৃত পশুদেরও বিক্রি করে দিতেন।

ছত্তিশগড়ের দুর্গ জেলায় একটি গোশালা চালান হরিশ ভার্মা। গত ১৮ অগাস্ট গ্রেফতারের পরই তাকে বরখাস্ত করা হয়। এদিন তার গোশালায় ৪০টি মৃত গরু পাওয়া ‌যায়। গত একমাসে সেখানে ২০০ গরু মারা গেছে বলে অভি‌যোগ করেছে রাজ্য গো সেবা আয়োগ।

আরও পড়ুন-পেটে অতিরিক্ত মেদ জমলে হতে পারে ক্যানসার!

.