সস্তার উড়ানে যাত্রীদের ব্যাগ পরীক্ষার জন্য বাড়তি মাশুল ধার্য হতে চলেছে

সস্তার উড়ানে যাত্রীদের ব্যাগ পরীক্ষার জন্য বাড়তি মাশুল ধার্য হতে চলেছে। অসামরিক বিমান চলাচল দফতরের মন্ত্রী এ গজপতি রাজু গতকাল এমনই ইঙ্গিত দিয়েছেন। বিমান পরিবহণ নিয়ন্ত্রক  সংস্থা  ডিজিসিএ-ই এব্যাপারে চূড়ান্ত  সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

Updated By: Jul 2, 2015, 08:16 AM IST

ওয়েব ডেস্ক: সস্তার উড়ানে যাত্রীদের ব্যাগ পরীক্ষার জন্য বাড়তি মাশুল ধার্য হতে চলেছে। অসামরিক বিমান চলাচল দফতরের মন্ত্রী এ গজপতি রাজু গতকাল এমনই ইঙ্গিত দিয়েছেন। বিমান পরিবহণ নিয়ন্ত্রক  সংস্থা  ডিজিসিএ-ই এব্যাপারে চূড়ান্ত  সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

বিমান পরিষেবায় টিকিটই হোক বা ব্যাগ পরীক্ষার সুবিধা, কোনও কিছুই মুফতে মেলার নয় বলেও মন্ত্রী এদিন মন্তব্য করেন। কয়েকদিন আগে দফতরের রাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা অবশ্য ব্যাগ পরীক্ষায় বাড়তি মাশুল ধার্যের সম্ভাবনা খারিজ করে দেন। তিনি বলেছিলেন, সস্তার উড়ান চালানো কয়েকটি সংস্থা যাত্রীদের কাছ থেকে ওই মাশুল আদায়ের প্রস্তাব দিয়েছে। তবে মন্ত্রকের তরফে তা খারিজ করা হয়েছে।

.