এইমস-এর পরীক্ষায় প্রযুক্তির সাহায্যে কারচুপি, ধৃত ৫

অল ইন্ডিয়া পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এন্ট্রাসের কারচুপি করার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিস।

Updated By: Jan 10, 2012, 01:19 PM IST

অল ইন্ডিয়া পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এন্ট্রাসের কারচুপি করার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিস। রবিবার এইমস পরিচালিত এই পরীক্ষাটি সারা দেশজুড়েই নেওয়া হয়। পরীক্ষায় কারচুপি করা হয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে, দিল্লিরপ্রগতি ময়দানের কাছে একটি গাড়ি থেকে ২৩ পৃষ্ঠার একটি প্রশ্নপত্র উদ্ধার করে পুলিস। এরপরই ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের মধ্যে থেকেই অত্যাধুনিক মোবাইল ফোন, ইয়ার ফোন ও ব্লু-টুথের সাহায্যে কারচুপি করা হয়েছে। জামার ভিতর ব্লু-টুথ লাগিয়ে পরীক্ষার্থীরা বাইরের সঙ্গে যোগাযোগ রেখেছিল। ঘটনায় জড়িত সন্দেহে একজন এমবিবিএস ডাক্তার সহ পাঁচ জনকে সোমবারই গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ২টি ইয়ার ফোন, ব্লু টুথ আটকানো ৬টি জামা, ১টি কম্পিউটার, প্রিন্টার ও ৬টি মেডিক্যালের বই উদ্ধার করা হয়েছে। গাড়িটিকেও আটক করেছে পুলিস।

.