বড় পরিবর্তন PF-এ! এবার এক ক্লিকেই বাজিমাত

নমিনি'র নাম, জন্মতারিখ ইত্যাদি তথ্যাদি ফর্মে যুক্ত করার কাজটি সম্পূর্ণ ভাবে অনলাইনে হবে।

Updated By: Oct 15, 2021, 03:10 PM IST
বড় পরিবর্তন PF-এ! এবার এক ক্লিকেই বাজিমাত

নিজস্ব প্রতিবেদন: 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড' (ইপিএফও) এবার তাদের নিয়মের বদল আনছে। নমিনেশনের ক্ষেত্রে তারা এবার কাগজপত্রের পাট চুকিয়ে ফেলে পুরোপুরি অনলাইন-ফরম্যাটে চলে যাচ্ছে।

Employees' Provident Fund Organization (EPFO) তাদের সাবস্ক্রাইবারদের ক্ষেত্রে সত্বর 'ই-নমিনেশন' পদ্ধতি চালু করতে চলেছে। তারা জানিয়েছে, গ্রাহকদের পরিবারের সামাজিক সুরক্ষার দিকে তাকিয়ে তারা এবার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনেশন পদ্ধতি পুরোপুরি অনলাইন করছে।

আরও পড়ুন: Karnataka: কংগ্রেস বনাম কংগ্রেস, শিবকুমারের বিরুদ্ধে বেফাঁস কগ্রেসের দুই নেতা

একবার কোনও গ্রাহক যদি ই-নমিনেশন করে নেন তবে তার ক্ষেত্রে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সশরীরে হাজির হয়ে কোনও নথি জমা দিতে হবে না। ইপিএফও কর্তৃপক্ষ এই পরিষেবা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এই অনলাইন নমিনেশন করে নিলে এর পর নমিনি'র নাম, জন্মতারিখ ইত্যাদি তথ্যাদি ফর্মে যুক্ত করার কাজটি সম্পূর্ণ ভাবে অনলাইনে হবে।

ইপিএফও তার সব ধরনের চাকরিজীবীদের জন্য কিছু জরুরি তথ্য টুইট করেছে। সেগুলি নিম্নলিখিত:

- সিস্টেমে ঢুকুন 

- এমপ্লয়িদের জন্য

- মেম্বার ইউএএন বা অনলাইন সার্ভিসে ক্লিক করুন 

- এবার আপনার ইউএএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন

- এবার 'ম্যানেজ ট্যাব'-এ গিয়ে 'ই-নমিনেশন' সিলেক্ট করতে হবে 

- ফ্যামিলি ডিক্লারেশন আপডেট করার জন্য 'ইয়েস' ক্লিক করুন 

- এবার 'অ্যাড ফ্যামিলি ডিটেইলস'-য়ে ক্লিক করুন। এখানে একাধিক নমিনির নাম নথিভুক্ত করা যাবে। 

- এরপর 'নমিনেশন ডিটেইলসে' গিয়ে ক্লিক করতে হবে।

- 'সেভ ইপিএফ নমিনেশনে' ক্লিক করুন

- এরপর ই-সাইনে ক্লিক করলে সিস্টেম একটি ওটিপি জেনারেট করবে। এই ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারেই যেটি আধার নাম্বারের সঙ্গে সংযুক্ত।

- এই ওটিপি সাবমিট করতে হবে।

- এবার ই-নমিনেশন ইপিএফও-র সঙ্গে রেজিস্টার্ড হয়ে যাবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Covid টিকাকরণ ১০০ কোটি হলেই দেশজুড়ে প্রচারের কৌশল Modi সরকারের

.