ওজন ঝরাতে অস্ত্রোপচার, মৃত্যু চেন্নাইয়ের মহিলার

Updated By: Sep 24, 2017, 05:23 PM IST
ওজন ঝরাতে অস্ত্রোপচার, মৃত্যু চেন্নাইয়ের মহিলার

ওয়েব ডেস্ক : ওজন বাড়তে বাড়তে ১৬০ কেজি হয়ে গিয়েছিল। কিছু করেই আর ওজন কমানো যাচ্ছিল না। শেষমেশ চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে অস্ত্রোপচার করারই সিদ্ধান্ত নেন বছর ছেচল্লিশের এক মহিলা। কিন্তু শেষপর্যন্ত অপারেশন টেবিলেই মৃত্যু হল ওই মহিলার। ঘটনাটি চেন্নাইয়ের।

অনেক ক্ষেত্রেই দেখা যায় ডায়েট করে ওজন ঝরাতে না পারলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন অনেকেই। কিন্তু সাবধান করছেন চিকিত্সকরা। তাঁরা বলছেন, অন্য সব অপারেশনে যেমন জীবনহানির ঝুঁকি থাকে, তেমনই ব্যারিয়াট্রিক সার্জারিও তার ব্যতিক্রম নয়। একইরকম ঝুঁকি থাকে। এই মহিলাটির ক্ষেত্রেও তাই ঘটে।

যদিও প্রথম সার্জারিটি সফল হয়। এরপর আরও ৯টি অপারেশন দরকার ছিল। কিন্তু এর পরের অপারেশনের সময়ই জটিলতা দেখা দেয়। ওই মহিলার শারীরিক পরিণতির অবনতি হতে থাকে। শেষে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন, আহত ব্যক্তিকে পিঠে নিয়েই হাসপাতালে দৌড় বিধায়কের!

.