টাকার দাম `তুচ্ছ`, কপালে ভাঁজ চিদাম্বরমের

ডলারের নিরিখে টাকার দাম ৬৫ নীচে নেমে যাওয়ার পর কপালের ভাঁজ স্পষ্ট হল অর্থ মন্ত্রকের। চিদাম্বরম বুঝলেন টাকা `তুচ্ছ`। টাকার দরের এই খারাপ অবস্থা খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যাবে বলা আশাপ্রকাশ করছেন অর্থমন্ত্রী।

Updated By: Aug 27, 2013, 03:52 PM IST

ডলারের নিরিখে টাকার দাম ৬৫ নীচে নেমে যাওয়ার পর কপালের ভাঁজ স্পষ্ট হল অর্থ মন্ত্রকের। চিদাম্বরম বুঝলেন টাকা `তুচ্ছ`। টাকার দরের এই খারাপ অবস্থা খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যাবে বলা আশাপ্রকাশ করছেন অর্থমন্ত্রী।
মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, "টাকা দাম অবাস্তব ভাবে কমছে। এটা এখন তুচ্ছ।`` তবে কি টাকার পতনে কেন্দ্র সরকারের কিছুই করার নেই? হ্যাঁ অন্তত আপাতত হাত পা গুটিয়ে বসে থাকার পরামর্শ দিচ্ছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "আমাদের ধৈর্য ধরতে হবে।" টাকার দর চাঙ্গা করতে মনমোহন সরকার যে কোনও চেষ্টাই করছে না তেমনটা মানতে রাজি নন চিদাম্বরম। অর্থমন্ত্রীর কথায়, "যা করনীয় তা ঠিকমত করলেই, টাকার দাম ফিরবে।"
তিনি আরও বলেন, "প্রতিটা নতুন ব্যবসা ক্ষেত্রগুলি আজ চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। যার প্রভাব ভারতীয় বিনিয়োগ ক্ষেত্রেও ব্যপক ভাবে পড়ছে।" খাদ্য সুরক্ষা বিল আসা সত্ত্বেও ফিসকেল ডেফিসিটের কোনও হেরফের হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, "রাজ্যগুলিকে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ করা হবে। এই ভর্তুকির পরেও বাজেটে স্থির করা আমাদের লক্ষ্যমাত্রায় কোনও প্রভাব পড়বে না বলেই মনে করি।"

.