প্রত্যার্পণের পর সরাসরি দিল্লিতেই আনা হবে ছোটা রাজনকে
মুম্বই নয়। প্রত্যার্পণের পর সরাসরি দিল্লিতেই আনা হবে ছোটা রাজনকে। সেখানে কিছুদিন CBI হেফাজতে থাকবে ধৃত আন্ডারওয়ার্ল্ড ডন। পরে তাকে তুলে দেওয়া হবে দেশের অন্যান্য নিরাপত্তা সংস্থার হাতে। তারজন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লির সিবিআই সদর দফতর। দফায় দফায় বৈঠক হয় দিল্লি পুলিস এবং সিবিআইয়ের শীর্ষ কর্তাদের মধ্যে। বালির কাছে অগ্নুত্পাতের জেরে বুধবার দিনভর বন্ধ ছিল বিমান পরিষেবা। তার জন্য ছোটা রাজনকে দেশে ফেরানো সম্ভব হয়নি।
Updated By: Nov 5, 2015, 10:14 AM IST
