মোদীর জমানায় ডিটেনশন ক্যাম্প হয়নি, কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন অমিত

ডিটেনশন ক্যাম্পের সঙ্গে NRC-র কোনও যোগ নেই, জানালেন অমিত শাহ। 

Updated By: Dec 24, 2019, 11:52 PM IST
মোদীর জমানায় ডিটেনশন ক্যাম্প হয়নি, কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন অমিত

নিজস্ব প্রতিবেদন: ডিটেনশন সেন্টার খোলা হয়নি। পুরোটাই গুজব। রবিবার দিল্লির রামলীলা ময়দানে ছাতি ঠুকে বিরোধীদের দিকে দায় ঠেলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ঠিক ৪৮ ঘণ্টা পর অমিত শাহ স্পষ্ট করে দিলেন, ডিটেনশন ক্যাম্পের সঙ্গে NRC-র কোনও যোগ নেই।        

বিভিন্ন রাজ্যে গড়ে তোলা হচ্ছে ডিটেনশন ক্যাম্প। এনআরসি-র পর অনুপ্রবেশকারীদের রাখা হবে সেখানে। রবিবার সেই খবর বিরোধীদের অপপ্রচার বলে উড়িয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলীলা ময়দানের সভায় তিনি বলেছিলেন, ''ডিটেনশন সেন্টার নিয়ে রটানো হচ্ছে গুজব। কংগ্রেস ও তার সঙ্গীরা বিভ্রান্ত করছে। এটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা।'' মঙ্গলবার তাঁর সেনাপতি অমিত শাহ জানালেন, ডিটেনশন ক্যাম্প আছে, তবে এনআরসি-র সঙ্গে কোনও যোগ নেই।  

তিনি বলেন, ''যে কোনও দেশের নাগরিক, যাদের ভারতে থাকার অধিকার নেই, তাদের রাখা হবে। ধরুন  ইউরোপীয় কোনও দেশের লোক এখানে চলে এসেছে। তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। পর প্রত্যর্পণ করা হবে ওই দেশে। এনআরসি-র সঙ্গে এর কোনও যোগ নেই।'' এমনকি কংগ্রেসের জমানায় ডিটেনশন ক্যাম্প করা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন,''বেআইনি অনুপ্রবেশকারীদের কোথায় রাখবেন? জেলে? কোনও ডিটেনশন সেন্টারই সচল নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর সেগুলির নির্মাণ হয়নি।''              

চলতি বছরেই সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোকসভায় জি কিষান রেড্ডি বলেছিলেন,''অনুপ্রবেশকারীদের রাখা হবে ডিটেনশন ক্যাম্পে।''  

গোটা দেশে NRC হবে না বলে আশ্বস্ত করেছিলেন নরেন্দ্র মোদী। রবিবার রামলীলা ময়দানের সভায় বলেছিলেন,''১৩০ কোটি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ২০১৪ সালে আমার সরকার আসার পর থেকে এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অসমে এনআরসি হয়েছে। '' তিনি আরও বলেন,''মিথ্যা রটানো হচ্ছে। অনেক নেতা টিভি চ্যানেলে দাবি করছেন, গোটা দেশে এনআরসি করতে বিশাল খরচ বইতে হবে। কিন্তু যে জিনিস নেই, তার জন্য কেন মগজ লাগাচ্ছেন?'' সেই পথেই হাঁটলেন অমিত শাহ। এদিন তিনি বলেন,''প্রধানমন্ত্রীই সঠিক। গোটা দেশে এনআরসি নিয়ে মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনাই হয়নি।''   

আরও পড়ুন- ভারতে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত নেবে হাসিনার সরকার

.