বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভা নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ

বিরোধীদের শান্ত করতে গিয়ে অমিত শাহ বলেন, বিলে কী রয়েছে তা পরে আলেচনা হবে। আগে বিল পেশ হোক

Updated By: Dec 9, 2019, 01:09 PM IST
বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভা নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন:  আশঙ্কা ছিলই।  বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্যের মধ্যেই তুমুল হইচই শুরু করে দেন বিরোধীরা। বিলের বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দল।

আরও পড়ুন-সাতসকালেই রেশন দোকানে ভিড়, ভর্তুকির পেঁয়াজ কিনতে লম্বা লাইন মধ্যবিত্তের

বিরোধীদের শান্ত করতে গিয়ে অমিত শাহ বলেন, বিলে কী রয়েছে তা পরে আলেচনা হবে। আগে বিল পেশ হোক। এনিয়ে বিতর্ক ও আলোচনার জন্য সময় দেওয়া হবে। তখন সব প্রশ্নে উত্তর দেওয়া হবে। সেই সময় ওয়াকআউট করবেন না।  আপনারা যে বলছেন এই বিল সংখ্যালুঘ স্বার্থের বিরুদ্ধে তা ছিক নয়। এই বিল ১ শতাংশ সংখ্যালঘু বিরোধী নয়।

বিলের বিরুদ্ধে বলতে ওঠানে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, দেশের সংখ্য়ালঘুদের টার্গেট করে তৈরি করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। তৃণমূল সংসদসৌগত রায় রায় বলতে উঠলে তাঁকে প্রবলভাবে বাধা দেন সরকার পক্ষের সাংসদরা। এতে বিরক্ত সাংসদ বলে ওঠেন, আপনারা এরকম করছেন কেন। মারবেন নাকি! সৌগতবাবুর সোজা কথা, বিলে কী রয়েছে তা পরের বিষয়। নীতিগতভাবে এই বিলের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। কারণ  ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা হচ্ছে এই বিলের মাধ্যমে।

আরও পড়ুন-কর্ণাটকে উপ-নির্বাচনের ভোট গণনায় ১২ আসনে এগিয়ে বিজেপি, ফলপ্রকাশের আগেই হার মানল কংগ্রেস

বিলের বিরোধিতা করে আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রন বলেন, সংবিধানের মূল কাঠামোকে আঘাত করছে এই বিল।  ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর ওপরে আঘাত। বিলের বিরোধিতা করে অল ইন্ডিয়া মুসলিম লিগ, কংগ্রেস ও মিম। মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি বলেন, সংবিধানের অবিচ্ছেদ্দ অংশ ধর্মনিরপেক্ষতা। এই বিলের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। হিটলারের সঙ্গে অমিত শাহের নাম একইসঙ্গে উচ্চারণ করা হবে।

.

.