অনলাইন বাজারে বেলাইন খুচরো বিক্রেতারা, প্রলোভন দেখিয়ে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ সিএআইটির

অনলাইনে ১৪০০ টাকায় গ্যালাক্সি পাওয়া যাচ্ছে। ৯০ শতাংশ ছাড়! অফলাইনে দু ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে মধ্যবিত্তের ঝুলিতে রেশনের ১৪ টাকা আলু। খোলা বাজার থেকে পাঁচ টাকা কম। তাই খান চারেক কেজি প্রতি পচা আলু পাবেন। অলিখিত টার্ম অ্যান্ড কন্ডিশন!

Updated By: Oct 7, 2014, 07:00 PM IST
অনলাইন বাজারে বেলাইন খুচরো বিক্রেতারা, প্রলোভন দেখিয়ে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ সিএআইটির

ওয়েব ডেস্ক: অনলাইনে ১৪০০ টাকায় গ্যালাক্সি পাওয়া যাচ্ছে। ৯০ শতাংশ ছাড়! অফলাইনে দু ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে মধ্যবিত্তের ঝুলিতে রেশনের ১৪ টাকা আলু। খোলা বাজার থেকে পাঁচ টাকা কম। তাই খান চারেক কেজি প্রতি পচা আলু পাবেন। অলিখিত টার্ম অ্যান্ড কন্ডিশন!

অবাক হওয়ার ব্যাপার, বাজারে আলু পটলের দাম শুনে যেখানে মধ্যবিত্তের শিরদাঁড়ায় শিরে সংক্রান্তি, সেখানে অনলাইনে পা থেকে মাথার দ্রবমূল্যে ৫০ শতাংশ ছাড় দিয়ে রমরমিয়ে ব্যবসা করছে অনলাইন বিপণন সংস্থারা। পরোক্ষভাবে বাজার নিয়ন্ত্রণ করছে এইসব সংস্থারা। এতে অফলাইন খুচরো বিক্রেতার নাসিকা যে অশনি সংকেতের গন্ধ পাচ্ছে, এ নিয়ে সন্দেহ নেই।

গত দু'দিন অনলাইন কোম্পানি স্ন্যাপডিল, ফ্লিপকার্ট, অ্যামাজন যে পরিমান ব্যবসা করছে আপনার পাড়ার খুচরো বিক্রেতাদের সেই পরিমাণ ব্যবসা করতে কয়েক যুগ লেগে যেতে পারে। গতকাল ফ্লিপকার্ট দশ ঘণ্টায় ৬০০ কোটি টাকার ব্যবসা করছে। স্ন্যাপডিল করেছে প্রতি মিনিটে এক কোটি টাকার ব্যবসা। অফলাইন খুচরা ব্যবসাকে বিকল করে দিতে আকাশ ছোঁয়া প্রলোভন দেখিয়ে একচেটিয়া বাজার দখল করতে চাইছে বলে অভিযোগ উঠেছে বিশেষজ্ঞমহল থেকে।

অনলাইন ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে কনফেডারশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-র ন্যাশনাল জেনারেল সেক্রেটারি প্রবীণ খান্ডেওয়াল আর্জি জানিয়েছেন, গত তিন দিন ধরে বিভিন্ন অনলাইন বিপণন সংস্থা যে ভাবে ২০ থেকে ৭০ শতাংশ ছাড় দিচ্ছে, সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। কারণ, ক্রয়মূল্য বেশি হওয়ার দরুন দোকানদাররা ওই দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন৷ ’ এর ফলে দোকানদাররা ভীষণ ভাবে ক্ষতির মুখে পড়ছেন, তাই বিষয়টিকে গুরুতর বলে মনে করে সিএআইটি৷

.