১০ টাকার কয়েন সম্পর্কে ছড়ানো গুজবটি ভুয়ো
গত কিছুদিন ধরেই একটা গুজব ছড়িয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নাকি দশ টাকার কয়েন বাতিল করে দেওয়া হয়েছে। এই গুজব দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর তার ফলে দোকানে বাজারে দশ টাকার কয়েন দিতে গেলে অনেকেই নিতে চাইছেন না। আবার অনেকে তো ব্যাঙ্কে গিয়ে ১০ টাকার কয়েনের পরিবর্তে ১০ টাকার নোট দিতে বলছেন।
ওয়েব ডেস্ক: গত কিছুদিন ধরেই একটা গুজব ছড়িয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নাকি দশ টাকার কয়েন বাতিল করে দেওয়া হয়েছে। এই গুজব দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর তার ফলে দোকানে বাজারে দশ টাকার কয়েন দিতে গেলে অনেকেই নিতে চাইছেন না। আবার অনেকে তো ব্যাঙ্কে গিয়ে ১০ টাকার কয়েনের পরিবর্তে ১০ টাকার নোট দিতে বলছেন।
আরও পড়ুন এক হেলিকপ্টার আর তিন প্রিয় ক্রিকেটার
হোয়াটস অ্যাপ, ফেসবুকের মাধ্যমে এই গুজব আরও ছড়িয়ে পড়েছে। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০ টাকার কয়েন বাতিল সম্পর্কে কোনও নোটিশ জারি করেনি। তাই এটা নিয়ে চিন্তা করার আর কোনও কারণ নেই। এমনকি যে ব্যক্তি এই কয়েন নিতে চাইবেন না, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ পর্যন্ত নিতে পারবেন।