লোকসভায় জোর ধাক্কা, দলের নেতাদের টিভি বিতর্কে যোগ দেওয়া নিয়ে কড়া সিদ্ধান্ত কংগ্রেসের

সুরজেওয়ালা তাঁর টুইটে লেখেন, কোনও টিভি ডিবেটে কংগ্রেস আগামী এক মাস কোনও প্রতিনিধিকে পাঠাবে না বলে ঠিক করেছে। 

Updated By: May 30, 2019, 04:33 PM IST
লোকসভায় জোর ধাক্কা, দলের নেতাদের টিভি বিতর্কে যোগ দেওয়া নিয়ে কড়া সিদ্ধান্ত কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন: সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শোচনীয় ফল করেছে কংগ্রেস। আমেঠিতে হেরেছেন খোদ রাহুল গান্ধী। দলের প্রাক্তন ৯ মুখ্যমন্ত্রী হেরেছেন এই নির্বাচনে। এরকম এক অবস্থায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল কংগ্রেস।

আরও পড়ুন-তৃণমূল কার্যালয় দখল বিজেপির, থানায় বিক্ষোভে শাসক দলের বিধায়ক

বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হল, আগামী ১ মাস দলের মুখপাত্ররা টিভিতে কোনও বিতর্কে অংশ নেবেন না। এনিয়ে দলের মুখপাত্র রণদীপ সুরজেওলা টুইটারে দেশের সব মিডিয়া হাউসকে লেখেন, কংগ্রেসের কোনও মুখপাত্রকে আগামী একমাস টিভি বিতর্কে কংগ্রেসের কোনও মুখপাত্র বা প্রতিনিধিকে ডাকবেন না।

সুরজেওয়ালা তাঁর টুইটে লেখেন, কোনও টিভি ডিবেটে কংগ্রেস আগামী এক মাস কোনও প্রতিনিধিকে পাঠাবে না বলে ঠিক করেছে। দেশের সব সংবাদপত্র ও চ্যানেলের প্রধানদের কংগ্রেসের প্রতিনিধিকে না ডাকতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন-দলে কেন মনিরুল, গণইস্তফার হুমকি বীরভূম বিজেপির নেতা-কর্মীদের

উল্লেখ্য, ২৩ মে লোকসভার ফলাফল প্রকাশিত হয়। ২৫ মে দলের কর্মসমিতির বৈঠকে বসে কংগ্রেস। সেখানে দলের সভাপতির পদ থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন রাহুল গান্ধী। দলের নেতারা তাঁকে নিরস্ত্র করেন। ওই ঘটনার পরই দলের প্রতিনিধিদের টিভিতে মুখ দেখানো বন্ধ করল কংগ্রেস।

.