৮৯৫ কোটি টাকার সম্পত্তি এই কংগ্রেস প্রার্থীর! ৬০ শতাংশ বেড়েছে গত পাঁচ বছরে

কংগ্রেস নেতা বিশ্বেশ্বর ৮৯৫ কোটি টাকার যে সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন, তাতে দেখা গিয়েছে ২২৩ কোটি টাকার স্থাবর সম্পত্তির রয়েছে।

Updated By: Mar 23, 2019, 04:11 PM IST
৮৯৫ কোটি টাকার সম্পত্তি এই কংগ্রেস প্রার্থীর! ৬০ শতাংশ বেড়েছে গত পাঁচ বছরে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: পাঁচ বছরে প্রায় ৬০ শতাংশ সম্পত্তির পরিমাণ বেড়েছে কংগ্রেসের প্রার্থী বিশ্বেশ্বর রেড্ডির। যা তেলুগুভাষী রাজ্যগুলির মধ্যে এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে ‘ধনী প্রার্থী’। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন বিশ্বেশ্বর রেড্ডি। তেলঙ্গানার চেভালা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন ৫৯ বছর বয়সী বিশ্বেশ্বের।

কংগ্রেস নেতা বিশ্বেশ্বর ৮৯৫ কোটি টাকার যে সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন, তাতে দেখা গিয়েছে ২২৩ কোটি টাকার স্থাবর সম্পত্তির রয়েছে। তাঁর স্ত্রী অ্যাপোলো হসপিটালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর কে সঙ্গীতা রেড্ডির রয়েছে ৬১৩ কোটি টাকার স্থাবর সম্পত্তি। ছেলের নামে ২০ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে। নিজেদের নামে চার চাকা বা দু’চাকার কোনও গাড়ি নেই বলে কংগ্রেসের এই নেতার তরফে জানানো হয়ছে। বিশ্বেশ্বরের অস্থাবর সম্পত্তি রয়েছে ৩৬ কোটি টাকার।

আরও পড়ুন- গত ৬ বছরে দেশে কাজ হারিয়েছেন ২ কোটি মানুষ: ন্যাশনাল স্যাম্পেল সার্ভে

২০১৪ সালে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির টিকিটে দাঁড়িয়ে  নির্বাচন কমিশনের কাছে ৫২৮ কোটি টাকার সম্পত্তির খতিয়ান জমা দিয়েছিলেন বিশ্বেশ্বর। তা এ বারে ফুলে ফেঁপে বেড়েছে ৬০ শতাংশ। তেলঙ্গানার গত বিধানসভা নির্বাচনে টিআরএস ছেড়ে বিশ্বেশ্বর কংগ্রেসে যোগ দেন। জানা গিয়েছে, নারায়ণ গ্রুপে কর্ণধার তথা অন্ধ্র প্রদেশের ক্যাবিনেট মন্ত্রী পি নারায়ণ ৬৬৭ কোটি টাকার সম্পত্তির পরিমাণ হলফনামা দিয়ে জানিয়েছেন। আরও জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ৫৭৪ কোটি টাকা এবং ওয়াইএসআর কংগ্রেসের নেতা জগমোহন রেড্ডি ও তাঁর স্ত্রীর সম্পত্তি রয়েছে ৫৩৮ কোটি টাকার।  

.