জিএসটি চালুর সিদ্ধান্ত একা নেয়নি বিজেপি; সমান শরিক কংগ্রেস, মন্তব্য মোদীর
নিজস্ব প্রতিবেদন: জিএসটি চালু করার সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের একার নয়। বরং তাতে কংগ্রেসের সমান ভূমিকা ছিল। গুজরাতের গান্ধীনগরে এক জনসভায় এভাবেই কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অারও পড়ুন-আরও শক্তিশালী নৌবাহিনী, এল সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস কিলতান
কেন্দ্র জিএসটি চালু করার আগে কংগ্রেস সহ বিভিন্ন রাজ্য এনিয়ে আপত্তি তুলেছিল। জিএসটি চালুর পরও এখনও এনিয়ে ক্রমশই চাপ বাড়ছে কেন্দ্রের উপরে। তার জবাব দিতে সোমবার গান্ধীনগরের সভায় কড়া বিরোধীদের আক্রমণ করলেন মোদী। তিনি বলেন, পণ্য পরিষেবা কর লাগু করার ক্ষেত্রে কংগ্রেসেরও সমান ভূমিকা ছিল। তাই এনিয়ে মিথ্যে প্রচার করা উচিত নয়। দেশের ২৯টি রাজ্যের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে কংগ্রেসশাসিত রাজ্যও ছিল।
কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস দেশজুড়ে মিথ্যে প্রচার করে চলেছে। দেশের রাজনীতির মান নামিয়ে দিয়েছে কংগ্রেস। উন্নয়ণের রাজনীতি করার ক্ষমতা ওদের নেই। যখনই প্রয়োজন পড়েছে তখনই সাম্প্রদায়িক রাজনীতিকে হাওয়া দিয়েছে। কিছু করতে না পেরে এখন উন্নয়ণের সমলোচনা করছে।
আরও পড়ুন-''২০১২-য় আমার সঙ্গে বাল ঠাকরের সাক্ষাত্-এ খুশি হননি সোনিয়া গান্ধী''