ছত্রিশগড়ের মাওবাদী হামলায় নিহত ২৫ কংগ্রেস কর্মী
ভয়াবহ মাওবাদী হামলায় ছত্রিশগড়ে প্রাণ হারিয়েছেন ২৫জন। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই খবর জানা গেছে। এই হামলায় মারা গেছেন ছত্রিশগড়ের কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা। নিহত হয়েছেন প্রাক্তন বিধায়ক উদয় মুড়িয়ার। গুরুতর আহত হয়েছেন আর এক নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভিসি শুক্লা। ছত্রিশগড়ের জগদলপুর জেলায় আজ কংগ্রেসের `পরিবর্তন যাত্রা`-র উপর অতর্কিতে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। ছত্রিশগড়ের কংগ্রেস প্রধান নন্দ কুমার পাটেল ও তাঁর ছেলেকে মাওবাদীরা অপহরণ করেছে বলে খবর।
ভয়াবহ মাওবাদী হামলায় ছত্রিশগড়ে প্রাণ হারিয়েছেন ২৫জন। স্বরাষ্ট্রমন্ত্রক
সূত্রে এই খবর জানা গেছে। এই হামলায় মারা গেছেন ছত্রিশগড়ের কংগ্রেস নেতা
মহেন্দ্র কর্মা। নিহত হয়েছেন প্রাক্তন বিধায়ক উদয় মুড়িয়ার। গুরুতর আহত
হয়েছেন আর এক নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভিসি শুক্লা। ছত্রিশগড়ের
জগদলপুর জেলায় আজ কংগ্রেসের `পরিবর্তন যাত্রা`-র উপর অতর্কিতে হামলা চালায়
সশস্ত্র মাওবাদীরা। ছত্রিশগড়ের কংগ্রেস প্রধান নন্দ কুমার পাটেল ও তাঁর
ছেলেকে মাওবাদীরা অপহরণ করেছে বলে খবর। এই হামলায় আহত হয়েছেন বেশ কিছু কংগ্রেস কর্মী।ছত্রিশগড়ের আদিবাসী কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা বিতর্কিত সালমা জুড়ুমের অন্যতম প্রবক্তা ছিলেন।
সুকমা থেকে কংগ্রেসের এই কনভয়টি বের হয়। পুলিস সূত্রে খবর, এই কনভয়ের সামনে প্রথমে একটি ল্যান্ড মাইন বিস্ফোরণ হয়। তারপরেই কনভয়ের উপর এলপাথারি গুলি চালায় মাওবাদীরা।