কংগ্রেসের ভাঙন অব্যাহত, প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিলেন বিজেপিতে
কংগ্রেস নেতা এন ভাস্কর অল্প সময়ের জন্য অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ১৯৮২ সালে তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এন টি রামা রাওয়ের সঙ্গে ছায়াসঙ্গী হিসাবে কাজ করেন
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণে কংগ্রেসের ভাঙন অব্যাহত। অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন ভাস্কর রাও যোগ দিলেন বিজেপিতে। আজ তেলাঙ্গানায় বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতে কংগ্রেসের এই প্রবীণ নেতা যোগ দেন গেরুয়া শিবিরে। দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে বিজেপি। সেই সুবাদে তেলাঙ্গানায় এসেছেন অমিত শাহ।
কংগ্রেস নেতা এন ভাস্কর অল্প সময়ের জন্য অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ১৯৮২ সালে তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এন টি রামা রাওয়ের সঙ্গে ছায়াসঙ্গী হিসাবে কাজ করেন। টিডিপি প্রতিষ্ঠাতার পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শারীরিক অসুস্থতার কারণে এনটি রামা রাও আমেরিকা গেলে কংগ্রেসের সমর্থনে তিনি মুখ্যমন্ত্রী হন। মাত্র এক মাসের জন্য। এর পরে টিডিপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তিনি।
আরও পড়ুন- ক্ষমতায় এলে ইয়েদুরাপ্পাই হবেন মুখ্যমন্ত্রী, কর্নাটকে সরকার সঙ্কটে ঘোষণা বিজেপির
উল্লেখ্য, সম্প্রতি অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনে কার্যত ধুলিসাত্ হয়ে যায় চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি। ১৭৬টি আসনের ১৫১ আসন পেয়ে ক্ষমতায় ওয়াইএসআর কংগ্রেস পার্টি। মুখ্যমন্ত্রী হন জগন্মোহন রেড্ডি। এখানে বিজেপি দাঁত না ফোটাতে পারলেও দ্বিতীয় মোদী সরকারে জগন্মোহনকে বেশ কাছাকাছি দেখা যায়। দক্ষিণে প্রভাব বিস্তার করতে পাখির চোখ নিয়ে এগোচ্ছে বিজেপি। কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকারের টালমাটাল অবস্থা। আজ ১১ বিধায়কের ইস্তফা দেওয়া খবর প্রকাশ্যে আসতেই জল্পনা আরও বাড়ে। সরকার গড়তে প্রস্তুত বলে জানিয়েছে বিজেপি।