ভ্যানিশ মোদী ম্যাজিক, গুরুদাসপুর লোকসভা উপ-নির্বাচনে হারের মুখে বিজেপি

Updated By: Oct 15, 2017, 11:24 AM IST
ভ্যানিশ মোদী ম্যাজিক, গুরুদাসপুর লোকসভা উপ-নির্বাচনে হারের মুখে বিজেপি

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবের গুরুদাসপুর লোকসভা উপনির্বাচনে হারের মুখে বিজেপি। ব্যবধান যা, তাতে অঘটন না ঘটলে আসনটি গেরুয়া শিবিরের হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। রবিবার সকালে শুরু হয়েছে গুরুদাসপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা। গণনা যত এগোচ্ছে ততই বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান বাড়াচ্ছেন কংগ্রেসের সুনীল জাখর। 

আরও পড়ুন - মুসলিম পরিবারের ৫১টি গরু কেড়ে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

অভিনেতা - সাংসদ বিনোদ খান্নার মৃত্যুতে খালি হয়েছিল পঞ্জাবের পাক সীমান্ত লাগোয়া গুরুদাসপুর আসনটি। গত ১১ অক্টোবর সেখানে ভোটগ্রহণ হয়। ভোট পড়ে ৫৬ শতাংশ। আসনটি ধরে রাখতে বিজেপির ওপর যেমন চাপ ছিল তেমনই বিধানসভা নির্বাচনে জয়ের পর ৬ মাসের মধ্যে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের তাগিদ ছিল কংগ্রেসি অমরিন্দর সিংয়ের সরকারেরও। শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনের ধারাই বজায় থাকতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

রবিবার সকাল ৮টায় শুরু হয় গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত দু'দফা গণনা শেষে প্রায় ১ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির স্বরণ সালারিয়া। তৃতীয় স্থানে আম আদমি পার্টির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ খাজুরিয়া। গণনা চলছে।

.