মল্লিকার্জুন খাড়গে না শশী তারুর,কংগ্রেস সভাপতি কে? শুরু ভোট গণনা
২৪ বছরের ইতিহাসে এই প্রথম, কংগ্রেস সভাপতির দৌড়ে নেই গান্ধী পরিবারের কেউ। একপ্রকার দলে তোলপাড় হওয়ার পরই এবার কংগ্রেসে সভাপতি নির্বাচন হতে চলেছে। লড়াইয়ের ময়দানে বর্ষীয়ান মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। সকাল ১০ টায় শুরু হতে চলেছে ভোট গণনা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২৪ বছরের ইতিহাসে এই প্রথম, কংগ্রেস সভাপতির দৌড়ে নেই গান্ধী পরিবারের কেউ। একপ্রকার দলে তোলপাড় হওয়ার পরই এবার কংগ্রেসে সভাপতি নির্বাচন হতে চলেছে। লড়াইয়ের ময়দানে বর্ষীয়ান মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও শশী থারুর (Shahshi Tharoor)। ফলপ্রকাশ বুধবার। সকাল ১০ টায় শুরু হতে চলেছে ভোট গণনা। টানা ২২ বছর পর এবার ফের গান্ধী পবিরারের বাইরের কেউ সভাপতি নির্বাচিত হবেন। ভোট নেওয়া হবে গোপন ব্যালটে। ২০১৯ সালে রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার পর থেকেই অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তবে খাড়গে এবং থারুর দু'জনেই নিজেদের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী।
ফল ঘোষণা হতে পারে বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে। রাজ্যের সদর দফতর থেকে ইতিমধ্যেই ব্যালট বাক্সগুলি গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, দু’পক্ষের দু’জন এজেন্টকে রিজার্ভ রাখা হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান। এই দলীয় সাংগঠনিক নির্বাচনে ৯ হাজার ৫০০-রও বেশি প্রতিনিধি ভোট দিয়েছেন। সূত্রের খবর, ভোট গণনার জন্য সাত-আটটি টেবিল তৈরি করা হবে। দিওয়ালির পর কংগ্রেসের সদর দফতরে সিনিয়র নেতাদের উপস্থিতিতে নির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন। বুধবার বা পরে বিজয়ীকে সার্টিফিকেট দেওয়া হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌট দিল্লিতে আসছেন। অন্যদিকে, রাহুল গান্ধী তাঁর ‘ভারত জোড়ো যাত্রা’ চালিয়ে যাবেন।
কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবারের মতো দলীয় প্রধানের পদে নির্বাচন হল। এর আগে ১৯৯৮ সালে সোনিয়া গান্ধী জিতেন্দ্র প্রসাদকে পরাজিত করেন এবং ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হারের পর রাহুল গান্ধী পদত্যাগ করেন। এই নির্বাচনে দীর্ঘ ২৪ বছর পর, গান্ধী পরিবারের বাইরের দলের কোনও নেতা দেশের প্রাচীনতম দলের সভাপতি নির্বাচিত হবেন। এর আগে সীতারাম কেশরী ছিলেন গান্ধী পরিবারের বাইরের দলের সভাপতি।