কোভিড-সামালে ব্যর্থতার অভিযোগ, কর্ণাটকের পুরভোটে তৃতীয়স্থানে চলে গেল BJP

কর্ণাটকে পুর নির্বাচনে কংগ্রেসের কাছে ৭-১-এ হারল তারা। 

Updated By: May 1, 2021, 09:55 PM IST
কোভিড-সামালে ব্যর্থতার অভিযোগ, কর্ণাটকের পুরভোটে তৃতীয়স্থানে চলে গেল BJP

নিজস্ব প্রতিবেদন: ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের ফলপ্রকাশের আগে কর্ণাটকে (Karnataka) ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি (BJP)। সে রাজ্যে পুর নির্বাচনে কংগ্রেসের (Congress) কাছে ৭-১-এ হারল তারা। শুধু হার নয়, তৃতীয় হয়েছে গেরুয়া শিবির। ১০টি পুরসভার মধ্যে ৭টিই গিয়েছে কংগ্রেসের (Congress) ঝুলিতে। ২টি জেডিএস ও ১টি জিতেছে বিজেপি (BJP)। 

কোভিড পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। তার খেসারত সম্ভবত দিতে হয়েছে পদ্ম শিবিরকে। মুখ্যমন্ত্রীর নিজের জেলার দুটি পুরসভা ভদ্রাবতী ও তীর্থহাল্লিতে জয় পেয়েছে কংগ্রেস (Congress)। মাদিকরি পুরসভায় ৭ বছর পর ক্ষমতা দখল করেছে বিজেপি (BJP)। ২৩ আসনের মধ্যে ১৬টি জিতেছে তারা।     

কর্ণাটকে (Karnataka) প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার টুইট করেছেন, ''১০টির মধ্যে ৭টিতে জিতেছে কংগ্রেস। ১টিতে জয়ী বিজেপি। বিজেপির অপশাসনের শাস্তি দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদজ্ঞাপন করছি। গোটা রাজ্যে কংগ্রেস ১১৯, বিজেপি ৫৬ ও জেডিএস ৬৭ আসন জিতেছে।'' 

 

বিজেপিকে তৃতীয় স্থানে পাঠিয়ে দ্বিতীয় হয়েছে জেডিএস। চান্নাপটনা ও বিজয়পুরা -দুটি পুরসভা দখল করেছে বিজেপি (BJP)।         

আরও পড়ুন- বিয়েবাড়িতে রাশ, কোন দোকানগুলিকে ছাড়? নতুন বিজ্ঞপ্তি Nabanna-র 

.