বর্তমানের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীও আক্রান্ত করোনায়, ভর্তি একই হাসপাতালে

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া টুইট করে সিদ্দারামাইয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Aug 4, 2020, 01:36 PM IST
বর্তমানের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীও আক্রান্ত করোনায়, ভর্তি একই হাসপাতালে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পরে এবার কোভিড পজেটিভ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া। টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন এই কংগ্রেসের নেতা। তিনি লিখেছেন,"আমার কোভিড পজেটিভ এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছেন তাঁরা উপসর্গে লক্ষ্য রাখুন এবং নিজেদের কোয়ারেন্টিনে রাখুন।"

Add Zee News as a Preferred Source

মনিপাল হাসপাতালেই ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। সেই হাসপাতালে ভর্তি হয়েছেন সিদ্দারামাইয়াও। কোভিড পজেটিভ এসেছে ইয়েদুরাপ্পার মেয়ে পদ্মাবতীরও। কিন্তু তাঁর ছেলে বৈজেন্দ্র এখনও নেগেটিভ। ইয়েদুরাপ্পার অফিসে কর্মরত ৬ জনের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে সোমবার।

আরও পড়ুন: প্রধান চিন্তা প্রধানমন্ত্রীকে নিয়েই, করোনা উদ্বেগ বাড়াচ্ছে অযোধ্যায়

মনিপাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে কোভিড অ্যান্টিজেন পরীক্ষার পর সিদ্দারামাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ আছেন। চিকিৎসকদের একটি দলের চিকিৎসার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া টুইট করে সিদ্দারামাইয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

.