Coromandel Express Accident: তথ্যপ্রমাণ লোপাটের মারাত্মক অভিযোগ! তিন রেল আধিকারিককে গ্রেফতার করল সিবিআই

গত ২ জুন সন্ধে বেলা বাহানগা বাজার স্টেশনের কাছে তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। যার জেরে প্রাণ হারান ২৯০ জনের বেশি মানুষ। আহত হন ১২০০-র বেশি যাত্রী। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 7, 2023, 07:32 PM IST
Coromandel Express Accident: তথ্যপ্রমাণ লোপাটের মারাত্মক অভিযোগ! তিন রেল আধিকারিককে গ্রেফতার করল সিবিআই
বাহানগা বাজার স্টেশনের কাছে তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Balasore Train Tragedy) শুক্রবার অর্থাৎ ৭ জুলাই, ভারতীয় রেলের (Indian Railway) তিন আধিকারিককে গ্রেফতার করল সিবিআই (CBI)। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগ মামলা রুজু করা হয়েছে। তিন ধৃত রেলকর্মীর নাম অরুণ কুমার মোহান্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ধৃতরা হলেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার। সূত্রের খবর, তাঁদের কর্মকাণ্ডের জেরেই এই ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। তাঁরা আগেভাগেই জানতেন যে তাঁদের কার্যকলাপের জেরে এহেন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই কারণেই তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগ মামলা রুজু করা হয়েছে।

গত ২ জুন সন্ধে বেলা বাহানগা বাজার স্টেশনের কাছে তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। যার জেরে প্রাণ হারান ২৯০ জনের বেশি মানুষ। আহত হন ১২০০-র বেশি যাত্রী। 

আরও পড়ুন: Falaknuma Express Fire: ভয়াবহ আগুন ফলকনুমা এক্সপ্রেসে, পুড়ে ছাই ৩ কামরা

আরও পড়ুন: Tamil Nadu: ফের আত্মহত্যা আইপিএস অফিসারের, নিজের বাড়িতেই সার্ভিস রিভলভার থেকে গুলি ডিআইজি-র

সেই দুর্ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে। সিবিআই তদন্তের মাঝেই চলতি মাসের গোড়ায় রিপোর্ট জমা দিয়েছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেখানে স্পষ্ট বলা হয়, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল না। কর্মীদের ভুলেই এই ঘটনা। শোনা যাচ্ছে, ঘটনার পিছনে অফিসারদের অবহেলা একটি কারণ। আর এদিন কার্যত একই কারণ তুলে ধরে তিন রেল আধিকারিককে গ্রেফতার করল সিবিআই।

সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ২০১ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু রয়েছে। তিন রেল আধিকারিকের গ্রেপ্তারিতে রেলের অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.