টানা ৪দিন করোনা আক্রান্তের রেকর্ড বৃদ্ধি, বিশ্বে দশমস্থানে উঠে এল ভারত

মারণ ব্যাধিতে সবচেয়ে কাবু মহারাষ্ট্র। 

Updated By: May 25, 2020, 04:33 PM IST
টানা ৪দিন করোনা আক্রান্তের রেকর্ড বৃদ্ধি, বিশ্বে দশমস্থানে উঠে এল ভারত

নিজস্ব প্রতিবেদন: লকডাউন শেষের দিকে। তবুও বেলাগাম করোনা সংক্রমণ। পরপর ৪দিন দেশে রেকর্ড বাড়ল আক্রান্তের সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৬,৯৭৭। গোটা দেশে ১.৩৮ লক্ষে পৌঁছল আক্রান্ত। 

চোখ রাঙাচ্ছে করোনা। টানা ৪ দিন গড়ে আক্রান্তের সংখ্যা ৬ হাজারের ওপর। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত ৬,৯৭৭।  রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬৭। করোনার ব্যাপকতায়  মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানির পর দশম স্থানে ভারত।     

মারণ ব্যাধিতে সবচেয়ে কাবু মহারাষ্ট্র। তারপরই তামিলনাড়ু, গুজরাট ও দিল্লির স্থান। রবিবার মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ পার করেছে। একদিনে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩০৪১। দেশে মোট করোনা সংক্রমিতের ৬৭%  চার রাজ্যের বাসিন্দা। 

আগামী ২ মাস পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। সেদিকে নজর রেখে দেশের ৮ রাজ্যের ১১টি পুর এলাকায় বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এইসব এলাকার ঘনবসতিপূর্ণ জায়গাগুলিতে লাগাতার নজরদারি ও করোনা স্ক্রিনিংয়ের ওপর জোর দিতে হবে। রাজ্যগুলিকে ভিডিও কনফারেন্সিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- শহরের বুকে দানব যন্ত্রের ‘হুঙ্কার’! গাছ কেটে সাফ মাত্র পাঁচ মিনিটে

.