নিজস্ব  প্রতিবেদন: দেশজুড়ে ভ্যাকসিনের আকাল, অক্সিজেন সঙ্কট চরমে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় টালমাটাল কেন্দ্র। এরকম এক পরিস্থিতিতে কী করা উচিত? প্রধানমন্ত্রীকে ৯ দফা পরামর্শ দিয়ে একটি চিঠি দিল দেশের ১২ বিরোধী দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এবার হাত  বাড়াল বেহালা গুরুদ্বার; সকলের জন্য খুলে দিল ফ্রি অক্সিজেন-লঙ্গর 


বুধবার প্রধানমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে সাক্ষর করেছেন সোনিয়া গান্ধী(Congress), এইচ ডি দেবগৌড়া(JDS), শরদ পাওয়ার(NCP), উদ্ধব ঠাকরে(Shiv Sena), মমতা বন্দ্যোপাধ্যায়(TMC), এম কে স্ট্যালিন(DMK), হেমন্ত সোরেন(JMM), ফারুক আবদুল্লা(JKPA), অখিলেশ যাদব(SP), তেজস্বী যাদব(RJD), ডি রাজা(CPI) ও সীতারাম ইয়েচুরি(CPIM)।


কী আছে ওই চিঠিতে? বিরোধী নেতারা লিখেছেন, দেশজুড়ে সবাইকে বিনামূল্যে ভ্য়াকসিন দেওয়া হোক। ওই ভ্যাকসিন কিনুন একমাত্র কেন্দ্র তা সে দেশের কোম্পানি থেকে হোক বা বিদেশি কোম্পানিদের কাছে থেকে। সবটাই করুক কেন্দ্র। প্রশ্ন তোলা হয়েছে ভ্যাকিসন(Covid Vaccine) দেওয়ার জন্য ৩৫ হাজার কোটি টাকা খরচ নিয়েও। বিরোধীদের দাবি, ওই টাকা খরচ করা হোক। পাশাপাশি নতুন যে সংসদ ভবন কেন্দ্র তৈরি করছে কেন্দ্র তা আপাতত বন্ধ রেখে টাকা খরচ করা হোক ভ্যাকসিন ও অক্সিজেন(Oxygen) কেনার পেছনে।


আরও পড়ুন-Rose-tinted চশমাটা খুলে দেখুন; দেশের তীব্র কোভিড সঙ্কট নিয়ে মোদীকে কড়া আক্রমণ রাহুলের


করোনা অতিমারীর মোকাবিলা বিরোধীদের পরামর্শ


** ভ্যাকসিন কিনুক কেন্দ্র। তা দেওয়া হোক রাজ্য সরকারগুলিকে।


** যত দ্রুত সম্ভব দেশের সব মানুষকে ফ্রিতে করোনা ভ্যাকসিন দিক কেন্দ্র।


** ভ্যাকসিনের উত্পাদন বাড়াতে অন্যান্য কোম্পানিগুলিকেও অনুমতি দেওয়া হোক।


** কেন্দ্রের প্রতিশ্রুতি মতো ৩৫,০০০ কোটি টাকা ভ্যাকসিনের জন্য খরচ করা হোক।


**বন্ধ করা হোক সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। ওই টাকা ব্যবহার করা হোক ভ্যাকসিন ও অক্সিজেন কিনতে।


** পিএম কেয়ারের টাকায় আরও ভ্যাকসিন, অক্সিজেন, চিকিত্সা সরঞ্জাম কেনা হোক।


** অতিমারীতে যারা কাজ হরিয়েছেন তাদের মাসে কমপক্ষে ৬০০০ টাকা দেওয়া দিক সরকার।


** বিমা মূল্যে খাদ্যশষ্য বিলি করা হোক।
 
** নয়া ৩ কৃষি আইন প্রত্যাহার করে কৃষকদের অতিরিক্ত খাদ্যশষ্য উত্পাদনে উত্সাহ দেওয়া হোক।