করোনাভাইরাস রুখতে PAP বাতিল করল অরুণাচল প্রদেশ সরকার

অরুণাচলের পাশেই চিন। আর সেকারণেই সতর্ক প্রশাসন

Updated By: Mar 8, 2020, 09:34 PM IST
করোনাভাইরাস রুখতে PAP বাতিল করল অরুণাচল প্রদেশ সরকার

নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কে রীতিমতো কাঁপছে উত্তর-পূর্ব ভারত। প্রতিরোধক ব্যবস্থা হিসেবে বিদেশি নাগরিকদের প্রবেশ বন্ধ করল অরুণাচল প্রদেশ।  বাতিল করা হল প্রোটোকটেড এরিয়া পারমিট বা PAP। এই পারমিট থাকলে তবেই অরুণাচলে ঢুকতে পারেন বিদেশি নাগরিকরা।

আরও পড়ুন-রাতের আগুনে পুড়ে ছাই ঘর, ঘুমের মধ্যেই ঝলসে গেল দুই বোন

অরুণাচলের পাশেই চিন। আর সেকারণেই সতর্ক প্রশাসন।  এসবের মধ্যেই করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় অরুণাচলে আটক করা হয়েছে একজনকে।

দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিদেশ থেকে আসা নাগরিকদের মাধ্যমেই ছড়াচ্ছে সংক্রমণ। এই পরিস্থিতিতেই PAP বাতিলের সিদ্ধান্ত, জানিয়েছেন অরুণাচলের মুখ্যসচিব নরেশ কুমার। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় অরুণাচলে একজনকে আটক করা হয়েছে। সিয়াং জেলার বাসিন্দা সুবু কেনা শেরিংকে আটক করেছে পাসি ঘাট থানা।

আরও পড়ুন-পরিকল্পনা ছিল রাজধানীতে আত্মঘাতী হামলার, জমিয়ানগর থেকে আটক কাশ্মীরি দম্পতি

ফেসবুকে সুবু কেনা শেরিং লিখেছিলেন পাসিঘাটে করোনা থাবা বসিয়েছে ও দুজন আক্রান্ত হয়েছেন। তাদের চিকিত্সার জন্য ডিব্রুগড়ে পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিকের অভিযোগের পরই আটক করা হয় সুবু কেনা শেরিংকে।

.