সংক্রমণ বাড়ছে লাফিয়ে, Delhi-তে লকডাউনের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ালেন কেজরি

রাজধানীতে লকডাউন(Delhi Lockdown) চলবে আগাম ১০ মে সকাল ৫টা পর্যন্ত

Updated By: May 1, 2021, 07:27 PM IST
সংক্রমণ বাড়ছে লাফিয়ে, Delhi-তে লকডাউনের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ালেন কেজরি

নিজস্ব প্রতিবেদন: সংক্রমণ কমছে না। লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্য়া। অক্সিজেন, হাসপাতালের বেডের অভাব নিয়ে নাজেহাল দিল্লি সরকার। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন-Covid 19: করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ, কলকাতায় চালু হচ্ছে অক্সিজেন পার্লার

শনিবার বিকেলে ওই ঘোষণা করে কেজরি টুইট করেন, 'আরও এক সপ্তাহের জন্য দিল্লিতে লকডাউনের(Lockdown) মেয়াদ বাড়িয়ে দেওয়া হল।' এর ফলে রাজধানীতে লকডাউন(Delhi Lockdown) চলবে আগাম ১০ মে সকাল ৫টা পর্যন্ত।  লকডাউনে আগে যেসব বিধিনিষেধ ছিল তা বলবত থাকবে। অর্থাত্ ওষুধ, মুদির দোকান খোলা থাকবে তবে ক্রেতাদের সামজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। 

গত দুসপ্তাহ ধরে দিল্লিতে টানা বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। সঙ্গে বাড়ছে অক্সিজেন অভাবের অভিযোগ। আজই দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে এক চিকিতসক সহ ১২ রোগীর।

আরও পড়ুন-গণনা ২-৩ সপ্তাহ পিছিয়ে গেলে মাথায় আকাশ ভেঙে পড়বে না: Supreme Court

এনিয়ে শোক প্রকাশ করেছেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী টুইট করেন, 'খুবই দুঃখজনক ঘটনা। ঠিক সময়ে অক্সিজেন পেলে ওইসব রোগীদের জীবন বাঁচানো যেত। রোজ দিল্লির ৯৭৬ টন অক্সিজেন প্রয়োজন। কিন্তু গতকাল পাওয়া গিয়েছে মাত্র ৩২১ টন। এত কম অক্সিজেনে দিল্লি শ্বাস নেবে কীভাবে?'

.