ভিড় এড়ানোর পরামর্শ, নিজেও এবার হোলি মিলনে যোগ দেবেন না মোদী

বিশ্বের ৬০টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষের

Updated By: Mar 4, 2020, 01:02 PM IST
ভিড় এড়ানোর পরামর্শ, নিজেও এবার হোলি মিলনে যোগ দেবেন না মোদী

নিজস্ব প্রতিবেদন: সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও ভারতে দ্রুত বাড়ছে করোনাভাইরাস আক্রন্তের সংখ্যা। ইতালির ১৫ পর্যটেকর দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। ফলে ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫। এর মধ্যেই হোলি মিলন নিয়ে তাঁর সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-করোনাভাইরাস সন্দেহ হলেই ২ বিশেষ পরীক্ষা যাত্রীদের, কলকাতা বিমানবন্দরে চরম সতর্কতা

বুধবার সকাল টুইট করে বলেন, ‘করোনাভাইরাস(COVID-19) ছড়ানো ঠেকাতে দুনিয়ায় সব জায়গার বিশেষজ্ঞরা ভিড় এড়িয়ে চলতে পরামর্শ দিচ্ছেন। তাই সিদ্ধান্তি নিয়েছি এবার হোলি মিলন অনুষ্ঠানে অংশ নেব না।‘

উল্লেখ্য, মঙ্গলবারই প্রধানমন্ত্রী দেশবাসীকে সাহস দিয়েছিলেন, আতঙ্কের কোনও কারণ নেই। করোনাভাইরায় ছড়িয়ে পড়া ঠেকাতে যথেষ্ঠ সতর্কতা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের ৬০টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি। চিন, দক্ষিন কোরিয়া, জাপান, ইতালি, ইরানে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি।

আরও পড়ুন-মার্বেল মিস্ত্রির সঙ্গে সম্পর্ক, বিয়ের কথা চলার মাঝেই এ কাজ করে বসলেন উচ্চশিক্ষিতা যুবতী!

এদিকে, ইতালি থেকে ভারতে আগত ২৫ পর্যটকের মধ্যে ১৫ জনের দেহে করোনাভাইরাস মিলেছে।  ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২১ জন। গতকাল নয়ডায় ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহ করা হয়েছিল। তাদের রক্তপরীক্ষায় শেষপর্যন্ত করোনাভাইরাস ধরা পড়েনি।

.