ভারতে করোনায় মৃত্যুর হার মাত্র ২.৮৬ শতাংশ, বিশ্বের বহু দেশের থেকেই কম, দাবি কেন্দ্রের

মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৪,৭৫৮ জন

Updated By: May 27, 2020, 09:13 PM IST
ভারতে করোনায় মৃত্যুর হার মাত্র ২.৮৬ শতাংশ, বিশ্বের বহু দেশের থেকেই কম, দাবি কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ পার হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫১,৭৬৬ জন। মৃত্যু হয়েছে ৪৩৩৭ জনের। এমনটাই জানাচ্ছে কেন্দ্র।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ভারতে করোনায় মৃত্যু হার গোটা বিশ্বের ওই হারের থেকে অনেক কম। গোটা বিশ্বে করোনায় মৃত্যুর হার যেখানে ৬.৩৬ শতাংশ সেখানে ভারতে ওই হার ২.৮৬ শতাংশ। সুস্থ হওয়ার হার ৪২.৪ শতাংশ।

আরও পড়ুন-বিদ্যুতের তারে পড়া গাছ কাটতে গিয়ে মৃত্যু দমকল কর্মীর, কাঠগড়ায় CESC, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার আইসিএমআর ডিরেক্টর ডা বলরাম ভার্গব বলেন, মৃত্যুর হার আশ্চর্যজনকভাবে কম ভারতে। এটা একটা আশার কথা। কেন কম তা স্পষ্ট করে বলতে পারব না।

গত ২৫ মে করোনায় মৃত্যুর একটি পরিসংখ্যান দিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। সেখানে দেখা যাচ্ছে

বিশ্বে প্রতি লাখে মৃত্যু হার ৪.৫ শতাংশ

ভারতে ওই হার .৩ শতাংশ।

বেলজিয়ামে ৮১.২ শতাংশ।

স্পেনে ৬১.৫ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৯.২ শতাংশ।

ব্রিটেনে ৫৫.৩ শতাংশ।

আরও পড়ুন-লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম, লকডাউনে মুরগির মাংসে কালোবাজারি?

# এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৩৮৭ জন। মৃত্যু হয়েছে ১৭০ জনের।

# মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৪,৭৫৮ জন।

# ধারাভি বস্তিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন।

# মধ্যপ্রদেশ রাজভবনে ৬ জন করোনা পজিটিভ।

# তামিলনাড়ুতে এখনও পর্যন্ত আক্রান্ত ১৭,৭২৮ জন। সক্রিয় রোগী ৮২৮৯ জন। মৃত্যু হয়েছে ১২৭ জনের।

.