‘দেশে প্রতি লাখে করোনা আক্রান্ত ৭.১ জন, সুস্থ হওয়ার হার ৩৮.২৯ শতাংশ’
এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্ত ৪৫,২৫,৪৯৭ জন
নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা না কমলেও সুস্থ হওয়ার হার বাড়ছে। শুধু তাই নয় প্রতি লাখের হিসেবে আক্রান্তের হার বেশ কম। বিশ্বে সবচেয়ে কম। এমনটাই জানাল কেন্দ্র।
# দেশে প্রতি লাখে করোনা আক্রান্তের সংখ্যা ৭.১। বিশ্বে এই সংখ্যা ৬৬। পাশাপাশি দেশে সুস্থ হওয়ার হার ৩৮.২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১৫ জন। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন।
# বিশ্ব স্বাস্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্ত ৪৫,২৫,৪৯৭ জন।
# মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৪,০৯,৪৫২ জন।প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ৪৩১ জন।
# ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২,৪০,১৬৫ জন। প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ৩৬১ জন।
আরও পড়ুন-"আরও ১২০ ট্রেন চালাব, আগামী ১৫-২০ দিনের মধ্যে সবাইকে ফিরিয়ে আনব"
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী
# দেশে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,৩১৬ জন। সুস্থ হয়েছেন মোট ৩৮৮২৩ জন। মৃত্যু হয়েছে ৩,০২৯ জনের।
# সবেমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬,১৬৯।
# সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩,০৫৩ জন। সক্রিয় আক্রান্ত ২৪,১৬৭। সুস্থ হয়েছেন ৭৬৮৮ জন। মৃত্যু হয়েছে ১১৯৮ জনের।
# প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১,৩৭৯ জন। সক্রিয় আক্রান্ত ৬২২১ জন। সুস্থ হয়েছেন ৪৪৯৯ জন। মৃত্যু হয়েছে ৬৫৯ জনের।
# তামিলনাড়ুতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১,২২৪ জন। সক্রিয় আক্রান্ত ৬৯৭৪ জন। সুস্থ হয়েছেন ৪১৭২ জন। মৃত্যু হয়েছে ৭৮ জনের।
# রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০০৫৪ জন। সক্রিয় আক্রান্ত ৫৪০৯ জন। সুস্থ হয়েছেন ৪৪৮৫ জন। মৃত্যু হয়েছে ১৬০ জনের।
আরও পড়ুন-ইনফ্লুয়েঞ্জার মতে উপসর্গ থাকলেই হবে করোনা টেস্ট!
# গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ সিআরপিএফ জওয়ান। সবেমিলিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯৪।
# লকডাউনে মধ্যে দিল্লিতে খুলছে বাজার, চলবে বাস। তবে শর্ত রয়েছে।