ফের ভয়ঙ্কর আকার নিচ্ছে Coronavirus সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মৃত ১৭২

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি আশঙ্কাজনক

Updated By: Mar 19, 2021, 10:33 AM IST
ফের ভয়ঙ্কর আকার নিচ্ছে Coronavirus সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মৃত ১৭২

নিজস্ব প্রতিবেদন: গত ১০০ দিনে রেকর্ড। ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৩৫,৮৭১ জন। প্রাণ হারালেন ১৭২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,১৪,৭৪,৬০৫।

আরও পড়ুন-নারায়ণগড়ে TMC প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ, আহত তৃণমূল কর্মী

দেশে ফের শুরু হয়েছে করোনা সংক্রমণ(Covid Infection)। গত ৮ দিন ধরে ক্রমশ বেড়েই চলেছে সংক্রমণের হার। আক্রান্তের হার ২.২০ শতাংশ। অন্যদিকে, সুস্থতার হার ৯৯ শতাংশের কাছাকাছি থেকে কমে হয়েছে ৯৬.৪১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হলেন ১,৫৯,২১৬ জন।

উল্লেখ্য, গত ৭ অগাস্ট দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ২০ লাখ পার করেছিল। ২৩ অগাস্ট ওই সংখ্য়া গিয়ে দাঁড়ায় ৩০ লাখে। ৫ সেপ্টেম্বর তা হয় ৫০ লাখেরও বেশি।

আরও পড়ুন-বৌভাত থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা; ট্রলিতে ধাক্কা কনেযাত্রী গাড়ির, নিহত ৩

বরাবরের মতোই মহারাষ্ট্রের(Maharashtra) করোনা পরিস্থিতি আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় যেখানে গোটা দেশে ১৭২ জনের মৃত্যু হয়েছে সেখানে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৮৪ জন। ৩৫ জনের মৃত্যু হয়েছে পঞ্জাবে, কেরলে মারা গিয়েছেন ১৩ জন। গোটা দেশে এখনও পর্যন্ত যেখানে ১,৫৯,২১৬ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৫৩,০৮০ জন। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১২,৫৬৪ জন।

.