মহারাষ্ট্রে মৃত ১০৬৮, দেখে নিন দেশের অন্যান্য রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

সরকারের মতো দেশের এখনও পর্যন্ত করোরো রোগীর মৃত্যু হার ৩.২ শতাংশ। আন্তর্জাতিক হারের তুলনায় বেশ ভালো। সুস্থ হওয়ার হার ৩৫ শতাংশ

Updated By: May 16, 2020, 08:18 PM IST
মহারাষ্ট্রে মৃত ১০৬৮, দেখে নিন দেশের অন্যান্য রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৫,৯৩৯ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৫৩,০৩৫। সুস্থ হয়েছেন, ৩১,১৫২ জন। মৃত্যু হয়েছে ২৭৫২ জনের।

#  সরকারের মতো দেশের এখনও পর্যন্ত করোরো রোগীর মৃত্যু হার ৩.২ শতাংশ। আন্তর্জাতিক হারের তুলনায় বেশ ভালো। সুস্থ হওয়ার হার ৩৫ শতাংশ।

# এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,০৬৮ জনের। আক্রান্তের সংখ্যা ২৯,১০০।

আরও পড়ুন-

# গুজরাটে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯৩১ জন। মৃত্যু হয়েছে ৬০৬ জনের।

# পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সক্রিয়  ২৫৭৬ আক্রান্ত জন। মৃত্যু হয়েছে  ১৫৩ জনের। কো-মরবিডির জন্য মৃত্যু হয়েছে ৭২ জনের।

# উত্তরপ্রদেশের এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৫৭ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের।

দেখে নিন অন্যান্য রাজ্যের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

.