কর্পোরেট গুপ্তচরবৃত্তি: বিভিন্ন মন্ত্রক তল্লাসি করে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার সিবিআই-এর

কর্পোরেট গুপ্তচরবৃত্তি কাণ্ডে বেশ কয়েকটি মন্ত্রক, প্রাইভেট ফার্মে তল্লাসি চালিয়ে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার করল সিবিআই।

Updated By: Mar 12, 2015, 07:31 PM IST
 কর্পোরেট গুপ্তচরবৃত্তি: বিভিন্ন মন্ত্রক তল্লাসি করে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার সিবিআই-এর

নয়া দিল্লি: কর্পোরেট গুপ্তচরবৃত্তি কাণ্ডে বেশ কয়েকটি মন্ত্রক, প্রাইভেট ফার্মে তল্লাসি চালিয়ে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার করল সিবিআই।

দিল্লি পুলিসের এই সংক্রান্ত তদন্তের সঙ্গে সিবিআই তল্লাসির কোনও সম্পর্কনেই বলে জানা গেছে।

নগদ টাকা ছাড়াও সিবিআই-এর হাতে বেশ কিছু নথিপত্রও এসেছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি দিল্লি পুলিস কতগুলি নামী এনার্জি ফার্মের ৫ কর্পোরেট এক্সিকিউটিভকে গ্রেফতার করে। আরও দুই অভিযুক্ত লালতা প্রসাদ ও রাকেশকে ঘুষ দিয়ে গুরুত্বপূর্ণ নথি আদায়ের অভিযোগ রয়েছে এই ৫ জনের বিরুদ্ধে।

এই ৫ এক্সিকিউটিভ এই সব গুরুত্বপূর্ণ নথিপত্র নাকি আর্থিক লাভের জন্য নিজ নিজ কোম্পানিকে সরবারহ করত।

২৫ ফেব্রুয়ারি গ্রেফতার হয় প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্মী বিরেন্দর কুমার। ভারতীয় প্রতিরক্ষা অ্যাকাউন্ট সার্ভিসের এক আধিকারিকের পরিচয় পত্র চুরি করে লালতা প্রসাদের হাতে তুলে দিয়েছিল সে।

এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিস।

 

.