কেজরিওয়ালের বিরুদ্ধে করা অরুণ জেটলির মানহানির মামলায় শুরু বিচার প্রক্রিয়া
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-র দায়ের করা মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিচারের নির্দেশ দিল দিল্লি আদালত। কেজরিওয়াল সহ তাঁর দলের আরও কয়েকজন নেতার বিরুদ্ধেও আদালত অবমাননার নোটিস গ্রহণ করা হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে ২০ মে থেকে।
ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-র দায়ের করা মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিচারের নির্দেশ দিল দিল্লি আদালত। কেজরিওয়াল সহ তাঁর দলের আরও কয়েকজন নেতার বিরুদ্ধেও আদালত অবমাননার নোটিস গ্রহণ করা হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে ২০ মে থেকে।
আরও পড়ুন- ভারতে সীমান্ত সন্ত্রাস রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের
২০১৩ সাল পর্যন্ত ১৩ সাল পর্যন্ত DDCA-এর সভাপতি ছিলেন অরুণ জেটলি। সেই সময় ওই সংস্থাতে বড় মাপের দুর্নীতি হয় বলে অভিযোগ। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অরুণ জেটলি ও তাঁর পরিবারের বিরুদ্ধে এই নিয়ে সোস্যাল মিডিয়া সহ নানা স্তরে মিথ্যা, মানহানিকর প্রচার করেছেন বলে দাবি করেন অর্থমন্ত্রী। এই নিয়ে ২০১৫ সালে অরুণ জেটলি কেজরিওয়াল সহ ৬ জন AAP নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ১০ কোটি টাকা ক্ষতিপূরণও চাওয়া হয় সেই মামলায়।