আবারও ঘটনাস্থল উত্তরপ্রদেশ, নদীর ধারে বালিতে পোঁতা শয়ে শয়ে মৃতদেহ

স্থানীয়রাই প্রথম দেখতে পায়, এরপরই খবর দেওয়া হয় প্রশাসনকে। যে ছবি দেখা যাচ্ছে তাতে প্রত্যেকটা মৃতদেহ গেরুয়া কাপড়ে মোড়া। 

Updated By: May 13, 2021, 10:41 AM IST
আবারও ঘটনাস্থল উত্তরপ্রদেশ, নদীর ধারে বালিতে পোঁতা শয়ে শয়ে মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন:  গঙ্গা যমুনাতে লাশ ভেসে  যাওয়ার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে  আরও একাধিক লাশের খোঁজ মিলল গঙ্গার ধারে। এবারও সেই উত্তরপ্রদেশ। জানা গিয়েছে, গঙ্গার ধারের বালিতে চাপা দেওয়া রয়েছে প্রায় ১০০-র ও বেশি মৃতদেহ।  

ঘটনাস্থল উত্তরপ্রদেশের উন্নাও জেলা। প্রায় দুটি জায়গায় এই একই দৃশ্য ধরা পড়ল। আপাতত দৃষ্টিতে মনে করা হচ্ছে প্রত্যেকেই করোনা আক্রান্ত। তবে প্রশাসনের তরফে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। স্থানীয়রাই প্রথম দেখতে পায়, এরপরই খবর দেওয়া হয় প্রশাসনকে। যে ছবি দেখা যাচ্ছে তাতে প্রত্যেকটা মৃতদেহ গেরুয়া কাপড়ে মোড়া। 

জেলার এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, যে দু’টি জায়গায় দেহ পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি উন্নাও । উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেছেন, ‘‘কিছু লোক দেহ না পুড়িয়ে নদীর ধারে বালিতে পুঁতে দিয়েছেন। দেহ উদ্ধারের খবর পেয়ে আমি অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’ 

মনে করা হচ্ছে  পোড়ানোর জন্য কাঠের অভাব রয়েছে। তাই পুঁতে দেওয়া হয়েছে নদীর বালিতে। প্রসঙ্গত, নদীতে ভেস আসছে ডজন ডজন মৃতদেহ। এমনই দৃশ্যর সাক্ষী হল উত্তরপ্রদেশের হামিরপুর জেলা। রবিবার যমুনা নদীতে প্রায় ডজনখানেক লাশ ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরের দিন, উত্তরপ্রদেশ ও বিহার সীমান্তে বক্সার জেলায় চৌসা শহরের কাছে গঙ্গায় দেখা যায়, শয়ে শয়ে ভেসে আসছে মৃতদেহ। এরপর বিহার প্রশাসন সীমান্ত থেকে খানিক উত্তরপ্রদেশের দিকে ঢুকে মহাজাল ফেলে গঙ্গায়। প্রথমেই উঠে আছে প্রায় ৮টি মৃতদেহ। 

.