Covid 19: কমছে না আশঙ্কার মেঘ, দেশে একদিনে আক্রান্ত ১৩,৬১৫
২৪ ঘন্টায় সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ৩৩০ টি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.৩০ শতাংশ। দেশে কোভিড -১৩ থেকে আরোগ্যলাভের হার ৯৮.৫০ শতাংশ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্যে জানা গিয়েছে ভারতে ১৩,৬১৫ টি নতুন কোভিড -১৯ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫,২৫,৪৭৪।
সক্রিয় সংক্রমণ হয়েছে ১,৩১,০৪৩টি। দেশে একদিনে ১৩,২৬৫টি আরোগ্যলাভের খবর পাওয়া গিয়েছে। এই রোগ থেকে আরোগ্যলাভ করা মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৯,৯৬,৪২৭। বর্তমানে মৃত্যুর হার হয়েছে ১.২০ শতাংশ।
#COVID19 | India reports 13,615 fresh cases, 13,265 recoveries and 20 deaths in the last 24 hours.
Active cases 1,31,043
Daily positivity rate 3.23% pic.twitter.com/ndhj0GX7IR— ANI (@ANI) July 12, 2022
২৪ ঘন্টায় সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ৩৩০ টি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.৩০ শতাংশ। দেশে কোভিড -১৩ থেকে আরোগ্যলাভের হার ৯৮.৫০ শতাংশ।
আরও পড়ুন: গরমের ছুটি কাটিয়ে কাজে ফিরেই রেকর্ড, এক দিনে ৪৪ রায় সুপ্রিম কোর্টের!
মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে কোভিড-১৯ টিকাদান ১৯৯ কোটি ছাড়িয়ে গিয়েছে। মন্ত্রক জানিয়েছে দৈনিক সংক্রমণের হার ৩.২৩ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ৪.২৪ শতাংশ।