সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু দিল্লিতে
দিল্লিতে শুক্রবার থেকে শুরু হল সিপিআইএম কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠক। দলের মতাদর্শগত দলিল নিয়ে কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হবে। আগামী বছর কোঝিকোড়ে পার্টি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে এই দলিল।
দিল্লিতে শুক্রবার থেকে শুরু হল সিপিআইএম কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠক। দলের মতাদর্শগত দলিল নিয়ে কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হবে। আগামী বছর কোঝিকোড়ে পার্টি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে এই দলিল। মতাদর্শগত দলিল ছাড়াও আসন্ন পার্টি কংগ্রেসের প্রস্তুতি নিয়েও কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হবে। গত মাসে দলের পলিটব্যুরো বৈঠকে মতাদর্শগত দলিলের খসড়া নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির বৈঠকে অনুমোদনের জন্য খসড়া প্রস্তাবটি পেশ করা হবে। কেন্দ্রীয় কমিটির তিন দিনের এই বৈঠকে সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি, বিমান বসু, মানিক সরকার, ভিএস অচ্যুতানন্দন সহ দলের অন্যান্য নেতারা বৈঠকে উপস্থিত আছেন।