সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু দিল্লিতে

শনিবার থেকে দিল্লিতে শুরু হল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। এ কে গোপালন ভবনে অনুষ্ঠিত দু`দিনের এই বৈঠকে রাজ্য থেকে রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা। বৈঠকে মূলত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হবে।

Updated By: Jul 21, 2012, 05:01 PM IST

শনিবার থেকে দিল্লিতে শুরু হল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। এ কে গোপালন ভবনে অনুষ্ঠিত দু`দিনের এই বৈঠকে রাজ্য থেকে রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা। বৈঠকে মূলত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হবে।
আগামী ৩০ জুলাই থেকে ৩ অগাষ্ট মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে দিল্লিতে বামেদের ধরণা কর্মসূচী রয়েছে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হবে সে বিষয়ে। বামেদের দাবি, অবিলম্বে পাশ করা হোক খাদ্য সুরক্ষা বিল। একই সঙ্গে বাম নেতৃত্বের দাবি, তাঁদের তরফে বিলে যে সমস্ত সংশোধনী দাবি করা তা গৃহীত হোক। বামেদের বক্তব্য, যোজনা কমিশন যেভাবে দারিদ্রের মাপকাঠি নির্ধারণ করেছে, তাতে খাদ্য সুরক্ষা বিল পাশ হওয়ার পরেও বহু গরিব মানুষ খাদ্য নিরাপত্তার বাইরে থেকে যাবেন। শুধু বামেরাই নয়, বহু অর্থনীতিবিদ, সমাজকর্মী দারিদ্রের মাপকাঠি নির্ধারণে যোজনা কমিশনের সঙ্গে ঐকমত্য নয়। তারাও এই মাপকাঠি পরিবর্তনের ব্যাপারে সরব হয়েছেন।
দু`দিনের এই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতি ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সংসদের আসন্ন অধিবেশনে কি কি বিল আসবে, তার পাশাপাশি ইউপিএ-র জনবিরোধী নীতি নিয়ে আন্দোলনের রূপারেখা তৈরির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রণব মুখোপাধ্যায় এবং হামিদ আনসারিকে সমর্থনের প্রেক্ষিতে আমজনতার কাছে বামেরা ইউপিএকে সমর্থন করছে এই বার্তা না যায়, সে বিষয়ে যথেষ্ট সতর্ক থাকছে সিপিআইএম নেতৃত্ব।

.