মহিলাদের বিরুদ্ধে অপরাধ ঠেকাতে বিশেষ ব্যবস্থা, একগুচ্ছ নির্দেশিকা জারি করল Rail

রেল স্টেশন চত্বরে মদ্যপান করলে কড়া ব্যবস্থা

Updated By: Mar 21, 2021, 10:48 PM IST
মহিলাদের বিরুদ্ধে অপরাধ ঠেকাতে বিশেষ ব্যবস্থা, একগুচ্ছ নির্দেশিকা জারি করল Rail

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে রোজ ট্রেনে যাতায়াত করেন ৪৬ লাখ মহিলা। এদের সুরক্ষায় বিশেষ গাইডলাইনস জারি করল ভারতীয় রেল।  এর মধ্যে রয়েছে অ্যাকশন প্ল্যান, নজরদারি, রেলের আওতায় থাকা এলাকায় বিশেষ প্রহরার ব্যবস্থা-সহ একগুচ্ছ পদক্ষেপ।

আরও পড়ুন- রাজ্যের অনগ্রসর এলাকার স্বাস্থ্যে নজর, ৩টি এইমস গড়বে BJP   

আপাতত রেলের হাতে যে পরিকাঠামো রয়েছে তা দিয়েই কাজে নেমে পড়বে রেল। 

কোনও সন্দেহভাজনের উপরে নজর রাখা, রেলের আওতায় থাকা অপরাধ সংগঠিত হতে পারে এমন এলাকায় নজরদারির বাড়ানো। 

দীর্ঘ মেয়াদে রেলের বেসিক পরিকাঠামো বাড়ানো, সিসিটিভি, আলোর সংখ্য়া বৃদ্ধি করা হবে।

ওয়েটিং রুমের সংখ্যা বৃদ্ধির কথাও ভাবা হচ্ছে। ওইসব ওয়েটিং রুমে উপযুক্ত প্রহরা রাখা হবে।

পরিচয়পত্র ছাড়া কাউকে সেখানে ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন-চাকরিতে ৩৩% সংরক্ষণ, নিখরচায় পড়াশুনো, বাসে ফ্রি, ১৮ বছরে ২ লক্ষ,মহিলা মন জয়ে BJP   

রেল(Rail) কর্মীদের জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে।  এর মধ্যে রয়েছে পরিচয়পত্র ছাড়া কোনও রেল কর্মীই ট্রেন উঠতে পারবেন না। যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেটের(Internet) ব্যবস্থা করা হবে।

সাফাইয়ের জন্য ট্রেনকে পাঠানোর আগে নিখুঁতভাবে পরীক্ষা করে দেখা হবে প্রতিটি কোচ। প্রতিটি বৈদ্যুতিন সরঞ্জাম পরীক্ষা করে দেখা হবে।

রেল স্টেশন চত্বরে মদ্যপান করলে কড়া ব্যবস্থা।

রেলের কোনও কর্মী ওই কাজ করলে কড়া পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।

কোনও মহিলায় যাত্রীর বিরুদ্ধে কোনও অপরাধ হলে তা শেষপর্যন্ত তদন্ত করে দেখবে রেল।

.