BJP Manifesto: রাজ্যের অনগ্রসর এলাকার স্বাস্থ্যে নজর, ৩টি এইমস গড়বে BJP

একুশের ভোটের (West Bengal Election 2021) বিজেপির ইশতাহারে (BJP Manifesto) স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোয় উন্নয়নে জোর।       

Updated By: Mar 21, 2021, 10:53 PM IST
BJP Manifesto: রাজ্যের অনগ্রসর এলাকার স্বাস্থ্যে নজর, ৩টি এইমস গড়বে BJP

নিজস্ব প্রতিবেদন: একটা-দুটো নয়, রাজ্যে ক্ষমতায় এলে ৩টি এইমস গড়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ (Amit Shah)। এর পাশাপাশি চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্পও।  

২০০৯ সালে উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। বিজেপি অভিযোগ করেছিল, রাজ্য জমি অধিগ্রহণ না করায় থমকে যায় প্রকল্প। তাই উত্তরবঙ্গের পরিবর্তে ওই প্রকল্প কল্যাণী সরিয়ে এনেছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকার যুক্তি দিয়েছিল, নদিয়ায় এইমস হলে দুই বঙ্গের মানুষই চিকিৎসা পাবেন। তবে রায়গঞ্জেই এইমস করার দাবি করেছিল বিজেপি (BJP)। তার প্রতিফলন দেখা গেল বিজেপির এ দিনের ইশতাহারে (BJP Manifesto)। রাজ্যে ৩টি এইমস গড়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ (Amit Shah)। আর কোনওটাই কলকাতা ও সংলগ্ন এলাকায় নয়। বরং এইমস হবে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সুন্দরবনে।

কী কী রয়েছে সংকল্পপত্রে (BJP Manifesto)?

-আয়ুষ্মান ভারত প্রকল্প প্রয়োগের মাধ্যমে প্রতিটি পরিবারের জন্য `৫ লক্ষ অবধি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান। 

-৩ টি নতুন অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত স্বাস্থ্যকেন্দ্র এইমস (AIIMS) তৈরি করা হবে, উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সুন্দরবনে। 

-১০,০০০ কোটি কাদম্বিনী গাঙ্গুলী স্বাস্থ্য পরিকাঠামোর তহবিল। 

-২০২৫ সালের মধ্যে মেডিকেল ও নার্সিং কলেজে আসনের সংখ্যা দ্বিগুণ। 

-আশা কর্মীদের বর্তমান স্থায়ী মাসিক সাম্মানিক `৪,৫০০ থেকে বাড়িয়ে `৬,০০০। 

-২০২৫ সালের মধ্যে ম্যালেরিয়া এবং ডেঙ্গু নির্মূল। 

আরও পড়ুন- Bengal election 2021: 'গুজরাটি ইশতাহারকে প্রত্যাখান বাংলার', তোপ Abhishek থেকে Nusrat-র

.