CTET Application 2019: বড় খবর! শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের শিক্ষক নিয়োগে আবেদন পর্ব

NCTE অনুমোদিত বি এড পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা TET/CTET পরীক্ষায় বসতে পারবেন। 

Updated By: Feb 9, 2019, 04:32 PM IST
CTET Application 2019: বড় খবর! শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের শিক্ষক নিয়োগে আবেদন পর্ব

নিজস্ব প্রতিবেদন : গত ২ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET)-এর আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক এবং যোগ্যপ্রার্থীরা আবেদনের জন্য ভিজিট করুন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in. উল্লেখ্য এ ক্ষেত্রে অফলাইনে আবেদন করা যাবে না, শুধু মাত্র অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া চলবে চলতি বছর আগামী ৮ মার্চ ৩:৩০ পর্যন্ত।

আরও পড়ুন-  WB Madhyamik 2019 helpline number: মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় ফোন করুন কন্ট্রোল রুমের এই নম্বরে

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আয়োজিত CTET পরীক্ষা হবে আগামী ৭ জুলাই, ২০১৯, রবিবার।

NCTE অনুমোদিত বি এড পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা TET/CTET পরীক্ষায় বসতে পারবেন। সিবিএসসি একটি বিবৃতিতে জানিয়েছে TET গাইডলাইন অনুযায়ী যদি কোনও ব্যক্তি NCTE-এক কোনও টিচার্স কোর্স করতে থাকেন তিনিও আবেদনের যোগ্য। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন ctet.nic.in অনলাইন ওয়েবসাইট থেকে।

আরও পড়ুন-  RRB group D Result 2018-19: আগামী সপ্তাহেই গ্রুপ ডি-এর ফল প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড

জেনে নিন আবেদন করবেন কীভাবে

অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ লগইন করুন।
‘apply online’ লেখা লিঙ্কে ক্লিক করুন।
আবেদন পত্র পূরণ করে রেজিস্ট্রেশন নম্বর/অ্যাপ্লিকেশন নম্বর লিখে রাখুন
ছবি এবং সাক্ষর স্ক্যান করে আপলোড করুন
এরপর অনলাইনে ই চালান বা ডেবিট/ক্রেডিট কার্ডের সাহায্যে আবেদন ফি জমা করুন।
পরবর্তী প্রয়োজনের জন্য মূল পেজটির প্রিন্টআউট নিয়ে রাখুন।

বিস্তারিত জানুন এই ওয়েবসাইট থেকে- https://ctet.nic.in/CMS/public/home.aspx

.