সাইরাস মিস্ত্রির অপসারণ নিয়ে চিঠিতে মুখ খুললেন রতন টাটা
টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রির অপসারণ নিয়ে এবার সংস্থার কর্মীদের চিঠি দিলেন রতন টাটা। সেই চিঠিতে তিনি লিখলেন, টাটা গোষ্ঠীর ভবিষ্যত সাফল্যের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল। কঠিন এই সিদ্ধান্ত অনেক ভাবনা-চিন্তা এবং আলোচনার পরই নেওয়া হয়েছে।
ওয়েব ডেস্ক: টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রির অপসারণ নিয়ে এবার সংস্থার কর্মীদের চিঠি দিলেন রতন টাটা। সেই চিঠিতে তিনি লিখলেন, টাটা গোষ্ঠীর ভবিষ্যত সাফল্যের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল। কঠিন এই সিদ্ধান্ত অনেক ভাবনা-চিন্তা এবং আলোচনার পরই নেওয়া হয়েছে।
আরও পড়ুন- বাড়ি খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা
সাইরাসের অপসারণের পর অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। অপসারণের পর থেকে রতন টাটা-সাইরাস মিস্ত্রি দ্বৈরথে সরগরম কর্পোরেট দুনিয়া। চেয়ারম্যান পদ খোওয়ানোর জন্য সরাসরি রতন টাটাকে দায়ী করেন সাইরাস। অপসারণ বেআইনি বলেও দাবি করেন তিনি। এপ্রসঙ্গে আগেই মুখ খুলেছেন রতন টাটা।