টিকা এলেও থাকতে হবে সতর্ক, মেনে চলতে হবে সুরক্ষাবিধি: প্রধানমন্ত্রী
বর্ষশেষে প্রধানমন্ত্রীর পরামর্শ-- 'দাবাই ভি, কড়াই ভি।'
নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশিতই ছিল। স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ দিয়ে নববর্ষের সব চেয়ে বড় উপহারের খবরটি পেলেন দেশবাসী।
করোনার টিকাকরণের কাজকর্ম ভারতে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি এ-ও বলেন, টিকাকরণের পরেও মেনে চলতে হবে করোনা সুরক্ষাবিধি।
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এদিন গুজরাটের রাজকোটে All India Institutes of Medical Sciences (AIIMS)-এর শিলান্যাস করেন মোদী। সেখানেই তিনি জানান, করোনার টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি শেষধাপে। ভারতে তৈরি টিকাই সাধারণ মানুষ পাবেন।
এই বক্তৃতায় কথাপ্রসঙ্গে মোদী দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, 'আমি আগে বলেছিলাম, যব তক দাবাই নেহি, তব তক ঢিলাই নেহি (অর্থাৎ, যত দিন টিকা না আসছে, তত দিন শিথিলতা নয়)। কিন্তু ২০২১ সালে আমাদের মন্ত্র হোক, দাবাই ভি, কড়াই ভি (অর্থাৎ, টিকা এলেও থাকতে হবে সতর্ক)।
Also Read: দেশের প্রথম তৈরি নিউমোনিয়া ভ্যাকসিন, বছর শেষে বড় ঘোষণা সেরামের