Uttar Pradesh Shocker: কুকুরের মতো মানুষের দেহ, ঠ্যাং ধরে টেনে ঢোকানো হচ্ছে মর্গে! যোগীরাজ্যে...
Viral Video: ভাইরাল ভিডিয়োতে তোলপাড় নেটপাড়া। সেখানে দেখা যাচ্ছে, দুজন ব্যক্তি মর্গের বাইরে একটি মৃতদেহকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পরপর এই ধরণের ঘটনা রাষ্ট্রের চিকিৎসা সুবিধায় কর্মীরা যেভাবে মৃতদেহ পরিচালনা করে তা নিয়ে উদ্বেগ বাড়ায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশে মানবিকতা যেন হারিয়ে যাচ্ছে। ভাইরাল ভিডিয়োতে তোলপাড় নেটপাড়া। সেখানে দেখা যাচ্ছে, দুজন ব্যক্তি মর্গের বাইরে একটি মৃতদেহকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মৃতদেহের গায়ে চাদর দেওয়া। দুজন ব্যক্তি তার দুই পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অনেকেই তাদের মানবিকতার উপর প্রশ্ন তুলেছে।
এই ভিডিয়োটি পর আবার একটি ভিডিয়োটি ভাইরাল হয়। সেখানে এক ব্যক্তি হাসপাতালের বাইরে একটি মৃতদেহকে মারধর করছে। এই দুই ভিডিয়ো তোলপাড় রাজ্য। পরপর এই ধরণের ঘটনা রাষ্ট্রের চিকিৎসা সুবিধায় কর্মীরা যেভাবে মৃতদেহ পরিচালনা করে তা নিয়ে উদ্বেগ বাড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োটি ঝাঁসি পোস্ট-মর্টেম হাউসের বাইরের। তবে ঘটনাটি কখন ঘটেছে তা জানা যায়নি।
A case of appalling apathy has come to the fore in #UttarPradesh's #Jhansi, where two men, in a viral video, are seen dragging a body by its legs inside a post mortem house.
This came just days after a video showed another man manhandling another body outside a hospital in the… pic.twitter.com/UUEXJvmld0
— Hate Detector (@HateDetectors) January 6, 2025
১০ সেকেন্ডের ভিডিয়োটিতে, পোস্টমর্টেম ওয়ার্ডে ঢোকার সময় দুই ব্যক্তিকে মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখা যায়। তার উপর অর্ধেক কাপড় দিয়ে ঢাকা। সেখানে পাশে একটি গলার আওয়াজ শোনা যায়, যেন কোনও মহিলা চিত্কার করছে। মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখে আসা ব্যক্তিরা অ্যাম্বুলেন্স অপারেটর বলে সন্দেহ করা হচ্ছে।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, পুলিস বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। মিডিয়াকে দেওয়া এক বিবৃতিতে সার্কেল অফিসার রামভীর সিং বলেছেন, 'পুলিস ভাইরাল ভিডিয়োটি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। দু'জনকে একটি মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখা যায়। আমরা ভিডিয়োটির স্থান ও সময় জানার চেষ্টা করছি। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্তের ভিত্তিতে নেওয়া হয়েছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)