আয়করদাতাদের জন্য সুখবর, IT রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্র
আয়কর দফতরের দেওয়া হিসেব অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ৪.৪৫ কোটি আয়কর রিটার্ন জমা পড়়েছে
নিজস্ব প্রতিবেদন: করোনা অতিমারীর কথা মাথায় রেখে ২০১৯-২০ সালের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা পিছিয়ে দিল কেন্দ্র।
Central Board of Direct Taxes (CBDT) এর তরফে বুধবার জানানো হয়েছে ২০১৯-২০ অর্থবর্ষের জন্য আয়কর জমা রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, কয়েকটি ক্ষেত্রে তা জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।
In view of the continued challenges faced by taxpayers in meeting statutory compliances due to outbreak of COVID-19, the Govt further extends the dates for various compliances. Press release on extension of time limits issued today: pic.twitter.com/lMew09HXMq
— Income Tax India (@IncomeTaxIndia) December 30, 2020
আরও পড়ুন-কী চান বঙ্গবাসী? 'লক্ষ্য সোনার বাংলা' নিয়ে 'দুয়ারে দুয়ারে' BJP
CBDT-র তরফে জানানো হয়েছে
ব্যক্তিগত ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১০ জানুয়ারি পর্যন্ত।
Due date for furnishing of Income Tax Returns for the assessment year 2020-21 for taxpayers (including their partners) who are required to get their accounts audited has been extended to February 15: Finance Ministry https://t.co/NbQ8MeWrd4
— ANI (@ANI) December 30, 2020
২০২০-২১ সালের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩১ জুলাই পর্যন্ত। পরে তা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়। ফের তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। শেষপর্যন্ত তা বাড়িয়ে করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। এই নিয়ম যাঁরা ব্যবসা করেন ও যাঁদের অডিট করানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের জন্য।
আরও পড়ুন-High Court-র নির্দেশ-কেন্দ্রের চিঠি, বর্ষবরণে Parkstreet-এ কড়া নজর পুলিসের
আয়কর দফতরের দেওয়া হিসেব অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ৪.৪৫ কোটি আয়কর রিটার্ন জমা পড়়েছে। দেশের আয়করদাতারা এখনও পর্যন্ত ১.৫৬ লাখ কোটি টাকা রিফান্ড দেওয়া হয়েছে। এতে উপকৃত হয়েছে ১.৩৩ কোটি আয়করদাতা।