"অখিলেশকে বহিষ্কারের সিদ্ধান্ত পলিটিক্যাল ব্লান্ডার" : NCP

অখিলেশ যাদবকে দল থেকে বহিষ্কার দুর্ভাগ্যজনক। এর বাইরে এনিয়ে কোনও মন্তব্য করতে নারাজ জেডিইউ। তাদের বক্তব্য, এটি সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ বিষয়।

Updated By: Dec 31, 2016, 09:07 AM IST
"অখিলেশকে বহিষ্কারের সিদ্ধান্ত পলিটিক্যাল ব্লান্ডার" : NCP

ওয়েব ডেস্ক : অখিলেশ যাদবকে দল থেকে বহিষ্কার দুর্ভাগ্যজনক। এর বাইরে এনিয়ে কোনও মন্তব্য করতে নারাজ জেডিইউ। তাদের বক্তব্য, এটি সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ বিষয়।

মুলায়মের কোপে, দল থেকেই বিতাড়িত খোদ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বাবার সাজা ছেলেকে। এর ফলে চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ল উত্তরপ্রদেশ। ফায়দা তোলার চেষ্টা করতে পারে বিজেপি। আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস।

অন্যদিকে এনসিপি নেতা তারিক আনোয়ার বলেন, অখিলেশকে বহিষ্কারের সিদ্ধান্ত পলিটিক্যাল ব্লান্ডার। মস্ত বড় ভুল করলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব।

আরও পড়ুন, ছেলে অখিলেশ ও ভাই রামগোপালকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার মুলায়মের

.