রতন টাটার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা
রতন টাটার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা (ক্রিমিনাল ডিফেমেশন কেস) দায়ের করলেন নুসলি ওয়াদিয়া। টাটা স্টিল ও টাটা সন্সের বোর্ড থেকে 'স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর' নুসলি ওয়াদিয়াকে সরিয়ে দেওয়ার কারণেই টাটা সন্সের ডিরেক্টর রতন টাটার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
ওয়েব ডেস্ক: রতন টাটার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা (ক্রিমিনাল ডিফেমেশন কেস) দায়ের করলেন নুসলি ওয়াদিয়া। টাটা স্টিল ও টাটা সন্সের বোর্ড থেকে 'স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর' নুসলি ওয়াদিয়াকে সরিয়ে দেওয়ার কারণেই টাটা সন্সের ডিরেক্টর রতন টাটার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- বিমানবন্দরে চালু হতে পারে 'বায়োমেট্রিক' নিরাপত্তা ব্যবস্থা
প্রসঙ্গত, গতকাল টাটা সন্সের অতিরিক্ত বার্ষিকসভায় ৭১.২০ শতাংশ ভোট পড়ে নেসলিকে বিতাড়নের পক্ষে। এমনটাই জানানো হয়েছে কম্পানির তরফ থেকে। উল্লেখ্য, ২৯৩.৬০ কোটি শেয়ার হোল্ডারদের মধ্যে ৬৯.৯৩ শতাংশ ভোটে অংশগ্রহণ করেছিলেন। আর তার মধ্যে ২৮.৮ শতাংশ নুসলি ওয়াদিয়াকে সরিয়ে দেওয়ার বিপক্ষে ভোট দেন।