বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিসকর্মীর অবস্থা আশঙ্কাজনক

রবিবারের দিল্লির বিক্ষোভে প্রতীবাদকারীদের হাতে বেধড়ক মার খাওয়া এক পুলিসকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে। কারাওয়াল নগর পুলিস স্টেশনের কর্মী সুভাষ চাঁদ গতকাল শহরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোতায়েন ছিলেন, তখনই বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হন তিনি। আজ তিনি দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।

Updated By: Dec 24, 2012, 04:13 PM IST

রবিবারের দিল্লির বিক্ষোভে প্রতীবাদকারীদের হাতে বেধড়ক মার খাওয়া এক পুলিসকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে। কারাওয়াল নগর পুলিস স্টেশনের কর্মী সুভাষ চাঁদ গতকাল শহরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোতায়েন ছিলেন, তখনই বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হন তিনি। আজ তিনি দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, চাঁদের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে গতকাল থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। দিল্লি পুলিসের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, "তাঁর অবস্থা আশঙ্কাজনক।"
গতকাল দিনভর রাজধানীর ইন্ডিয়া গেটে বিক্ষোভ ও প্রদর্শন চলাকালীন দফায় দফায় পুলিস ও বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এই ঘটনায় সুভাষ চাঁদ সহ আরও অনেক পুলিসকর্মী আহত হয়েছেন।

.